দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে আনতে ৬০টি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। এছাড়া অন্যান্য শরীকদের জন্য বরাদ্দ হয়েছে মোট ১১টি আসন। বুধবার রাতে শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে এক অনানুষ্ঠানিক বৈঠকে আসন ভাগাভাগি চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির সঙ্গে পৃথক বৈঠক করে আসন ভাগাভাগি-সংক্রান্ত অন্যান্য বিষয়ের নিষ্পত্তি হবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, সমমনাদের জন্য ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। সেই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের আসন থেকে সরে দাঁড়াবেন সমমনা দলের প্রার্থীরা।
জাতীয় পার্টির ৬০ আসন
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটিকে ছেড়ে দেওয়া ৬০টি আসনের মধ্যে রংপুর বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৬, ঢাকা বিভাগে ১৩, বরিশাল বিভাগে ৩, চট্টগ্রাম বিভাগে ১৬, খুলনা বিভাগে ৩ এবং সিলেট বিভাগে ৫টি আসন রয়েছে। এ সব আসনে আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থী থাকছেন না।
আসন ভাগাভাগির প্রক্রিয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা-১৭, রংপুর-৩ এবং তার ছোট ভাই জিএম কাদেরকে লালমনিরহাট-৩ আসন ছেড়ে দেওয়া হয়েছে।
তারা দু'জনই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়াও জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া কয়েকটি আসনের প্রার্থীরা আজকালের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে শোনা যাচ্ছে। তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।
৬০ আসনে জাতীয় পার্টির প্রার্থীরা হচ্ছেন_ পঞ্চগড়-১ আবু সালেক, ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, দিনাজপুর-৬ দেলোয়ার হোসেন, নীলফামারী-৩ কাজী ফারুক কাদের, নীলফামারী-৪ শওকত চৌধুরী, লালমনিরহাট-৩ জিএম কাদের, রংপুর-১ মশিউর রহমান রাঙ্গা, রংপুর-২ আসাদুজ্জামান চৌধুরী, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, কুড়িগ্রাম_১ এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-৩ গোলাম হাবিব দুলাল, গাইবান্ধা-২ আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার, জয়পুরহাট-১ আ স ম মোক্তাদির তিতাস মোস্তফা, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ নুরুল আমিন বাচ্চু, বগুড়া-৬ নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭ আলতাফ আলী, টাঙ্গাইল-৫ আবদুস সালাম চাকলাদার, জামালপুর-৪ ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, ময়মনসিংহ-৪ রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৭ এম এ হান্নান, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মজিবুল হক চুন্নু, ঢাকা-১ সালমা ইসলাম, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, ঢাকা-১৭ হুসেইন মুহম্মদ এরশাদ, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ নাসিম ওসমান, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, ব্রাহ্মণবাড়িয়া-২ জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ রেজাউল ইসলাম ভুঁইয়া, কুমিল্লা-২ আমির হোসেন ভূঞা, কুমিল্লা-৩ জামাল উদ্দিন, কুমিল্লা-৪ ইকবাল হোসেন রাজু, কুমিল্লা-৮ অধ্যাপক নুরুল ইসলাম মিলন, চাঁদপুর-৪ মাইনুল ইসলাম মানু, ফেনী-৩ রিন্টু আনোয়ার, নোয়াখালী-১ এ বি এম হারুন-এল-রশীদ, লক্ষ্মীপুর-২ মোহাম্মদ নোমান, চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৯ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-১৬ মাহমুদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-১ হাজী মোহাম্মদ ইলিয়াস, কক্সবাজার-২ কবির আহমেদ সওদাগর, পার্বত্য খাগড়াছড়ি_ সোলায়মান আলম শেঠ, খুলনা-১ সুনীল শুভরায়, সাতক্ষীরা-২ এম এ জব্বার, সাতক্ষীরা-৪ আবদুস সাত্তার মোড়ল, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান, সিলেট-২ ইয়াহইয়া চৌধুরী, সিলেট-৫ সাবি্বর আহমেদ, মৌলভীবাজার-২ মাহবুবুল আলম শামীম এবং হবিগঞ্জ-১ মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরী (বাবু)।
এছাড়া মহাজোট শরীকদের মধ্যে জাসদ ৪টি, ওয়ার্কার্স পার্টি ৪টি, তরীকত ফেডারেশন ২টি এবং জাতীয় পার্টি (জেপি) ১টি আসন পাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।