ঢাকা, ৯ মে (শীর্ষ নিউজ ডটকম): গঠনতন্ত্র সংশোধনের জন্য নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১০ জুন এবং জাতীয় পার্টিকে (এরশাদ) ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে তাদের কাছে চিঠি পৌঁছে দেয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এছাড়া ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিকল্প ধারা, খেলাফত আন্দোলন ও গণফোরাম এ চারটি দলকে ৩১ মের মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে চিঠি দেয়া হবে। আগামীকালই এই চিঠি দেয়া হবে বলে ইসি সূত্র জানায়। গঠনতন্ত্র সংশোধনের জন্য জামায়াতকে এ নিয়ে
৩য় বারের মত চিঠি দেয়া হচ্ছে। এছাড়াও ৩০ এপ্রিলের মধ্যে গঠনতন্ত্র জমা দিতে বেশ কয়েকটি দলকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এদের মধ্যে উল্লেখিত দলগুলো গঠনতন্ত্র জমা না দেয়ায় আবারো চিঠি দেয়া হচ্ছে। (শীর্ষ নিউজ ডটকম/ এমএস/ ডিএইচ/ সস/ ১৫.৩৭ঘ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।