জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার সেল ছুঁড়েছে।
তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তার আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় বৃহস্পতিবার হরতাল ডাকে। হরতালের সমর্থনে বৃহস্পতিবার দুপুরের দিকে গোলাম মোস্তফার নেতৃত্বে নেতাকর্মীরা আক্কেলপুরে মিছিল বের করে। একই সময়ে জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন সিরাজুর ইসলাম সমর্থিত নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশ মিছিল দু'টোকে ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড টিয়ারসেল ছোঁড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। এদিকে জয়পুরহাট শহরে ফয়সল আলীম সমর্থিত নেতাকর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে অবরোধের সমর্থনে মিছিল করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।