আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধ এবং বাঙ্গালী মানবতাবোধ!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

অবরোধ চলছে। ঘোষণা দিলো সোমবার পর্যন্ত অবরোধ চলবে কিন্তু না তারা কথা রাখলো না অবরোধের সময় বাড়িয়ে দিলো। কি আর করার চট্টগ্রামে তো যেতেই হবে যেহেতু জরুরী কাজ। বাসতো চলার প্রশ্নই উঠে না তাই আল্লাহর নাম করে ৯ টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের দিকে রওনা দিলাম। আনুমানিক ১০টার দিকে স্টেশনে পৌছালাম।

যেয়ে দেখি স্টেশনে মানুষ গিজ গিজ করছে। যাই হোক ভিড় ঠেলে কাউন্টারের দিকে যেয়ে শুনলাম সকাল থেকে চট্টগ্রামের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ট্রেন কখন আসে কেউ জানে না। যাই হোক অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাই স্টেশনে বসে থাকলাম। যাই হোক আল্লাহ সহায় হলো ১২ টার দিকে ট্রেন আসলো।

পড়ি মড়ি করে ট্রেনে উঠে দেখি কোনো সিট নেই যদিও আমি কোনো টিকিট কাটি নাই । ট্রেনের গতির অবস্থা খুব খারাপ। ট্রেন লাইন উঠিয়ে ফেলতে পারে তাই ট্রেন চলে কি চলে না এই অবস্থা। জানিনা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। নিচে যে বসবো তারো কোনো উপায় নেই ওইখানেও বসার কোনো যায়গা নেই।

হটাত এক মধ্য বয়স্ক লোক বসা থেকে দাঁড়িয়ে এলো মেলো ভাবে নিচে বসা লোক গুলোকে সারি বদ্ধ ভাবে বসার জন্য অনুরধ করলো এবং যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে নিচে বসার জন্য বাবস্থা করতে লাগলো। যেইসব যায়গায় নিচে ময়লা সেই সব জায়গায় বসা লোকজনকে নিজের কাছে থাকা পেপার দিয়ে বসার সাহায্য করছিলো। যাইহোক ব্রাহ্মণ বাড়ীয়া যাওয়ার পর এক লোক নামার আগে আমাকে তার সিটটি দিয়ে গেলো। যাই হোক সিটে বসার সাথে সাথে ঘুম এসে পড়লো , ঘুম থেকে উঠে দেখি ট্রেন ফেনীতে বসে আছে। কিছু লোক নামলো তার ঠেকে বেশী লোক উঠলো।

আমার বগিতে ২/৩/ জন মহিলা উঠলো তারা সিট না পেয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক এক সময় ট্রেন আবার চলা শুরু করলো। আমার ঠিক সামনে একজন বুড়ো তার জন ছেলেকে নিয়ে উঠেছে , ভাগ্য ভালো তারা সবাই সিট পেয়েছে। যাই হোক ঐ বুড়ো লোক হটাত উঠে গেলো সিট থেকে এবং যেই সব মহিলা দাঁড়িয়ে তাদের তিনি বসার বাবস্থা করছিলেন। তার ছেলেদের উঠিয়ে দিয়ে মানুষ জনকে বসার বাবস্থা করছিলেন।

আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছিলো। হটাত আমি চিন্তা করতে লাগ্লাম আমি কি মানুয! একজন বুড়ো লোক যেখানে নিজের কথা ,নিজের ছেলে কথা না চিন্তা করে মানুষের তরে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে আমি আমি নবাব্জাদা কুলাঙ্গার সিটে বইসা আরাম করতেছি। আর পারলাম না নিজেকে সামলাইতে উঠে গিয়ে ঐ বুড়ো লোকটাকে বললাম চাচা আপনি আমার সিটে বসেন, সে তো কিছুতেই বসবে না। আমি তারে বললাম চাচা আমি একটু হাটা হাটি করবো আপনি ততোক্ষণ একটু বসেন, তখন সে বস্তে রাজী হলো। চট্টগ্রামে যেতে আরো প্রায় ২ ঘন্টা লেগেছিলো কিন্তু আমি আর সিটে বসিনি, না ঠিক তা না আমার বাঙ্গালী বিবেক আমাকে বসতে দেয়নি!! সব শেষে বলছি জয় হোক বাঙ্গালী মানবতার, দীর্ঘজীবী হোক বাঙ্গালী মানবতার!! ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।