আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসি ও মৃত্যু নিয়ে যে ধরনের উল্লাস এর সংস্কৃতি চালু করা হোল তা আমাদের শিশুদের মনোজগতের জন্য অবশ্যই ভাল হচ্ছে না



গতকাল সন্ধ্যায়ও ১০০% কনফার্ম ছিলাম না যে কাদের মোল্লার ফাঁসি হবে । কিন্তু রাত ৮টার পর পরিস্কার বোঝা গেল ফাঁসি হচ্ছে । শাহবাগের আচরন দেখেও বোঝা গিয়েছে ফাঁসি হচ্ছে । কিন্তু এমপি গোলাম মাওলা রনির দেয়া কাদের মোল্লা সম্পর্কে তথ্য মনের ভিতরটাকে আলোড়িত করেছে । যুদ্ধাপরাধীদের বিচার করা নিয়ে আমার কোন রিজার্ভেশন কোন কালেই ছিল না বরং ঘাতক দালাল নির্মূল কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বরাবরই যুদ্ধাপরাধীর বিচার নিয়ে এক কালে অনেক লাফালাফি, গলাবাজি করেছি ।

এমপি গোলাম মাওলা রনির বিষয়টি আলোড়িত করেছে কারন তিনি বোঝাতে চেয়েছেন এই কাদের মোল্লা সেই রাজাকার কসাই কাদের মোল্লা না । যাই হোক যথাবিহিত ফাঁসির পর রাতের টক শোর জন্য অপেক্ষা করছি এবং সেই সাথে টক শোর আগের খবরগুলো শোনার চেষ্টা করছিলাম । খবরে বলা হয়েছিল আন্তর্জাতিক মিডিয়া এই ফাঁসির খবরটি ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করছে । কি ধরনের ব্রেকিং নিউজ কাল সেটা জানতে না পারলেও আজ সকালে দৈনিক পত্রিকা গুলোয় আন্তর্জাতিক মিডিয়ায় যে ধরনের নিউজ হয়েছে তা পড়ে রিতিমত অবাক হয়েছি । প্রায় সকলেই বলেছে একজন ইসলামী রাজনৈতিক নেতাকে ফাঁসি দেয়া হয়েছে ।

কেউ কেউ রায় নিয়ে প্রস্ন তুলেছে , কেউ পুরো বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে । তাহলে দেখা যাছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া মেনে নেয়নি বরং জামাতের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছে । বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভবিষ্যৎ রাজনীতির জন্য ইঙ্গিত বহন করে যা আমাদের মত মধ্যবিত্ত প্রগতিবাদীদের জন্য সুখকর নয় । তাহলে প্রশ্ন যে আওয়ামীলীগ কেন আন্তর্জাতিক মহলকে বোঝাতে ব্যর্থ হয়েছে এবং জামাত কেন বোঝাতে সক্ষম হয়েছে । এই যে একজন ব্যর্থ ও আরেকজন সফল হল তার প্রভাব কি ভবিষ্যৎ রাজনীতিতে পরবে না ? অবস্যই পরবে ।

এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বাজারে অনেক এঙ্গেল থেকে লেখা বই বেরুবে এবং তা নিয়ে দেশে বিদেশে হৈচৈ হবে । অথচ সরকার যদি শুধু বিএনপির ভোট ব্যাংক নষ্ট করার প্রচেষ্টা হিসেবে বিচারটাকে না করে বিএনপি সহ সকল দলের ঐক্যমতের ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করতো তাহলে গোটা বাংলাদেশ এক সুরে কথা বলতে পারতো । জানি এই কথা বলার পর আওয়ামীলীগ দলের সমর্থকেরা বলবেন বিএনপিতো জামাতের সাথে জোট করেছে তাদের সাথে আবার আলোচনা কিসের । কিন্তু বিএনপির পক্ষ থেকেও এই দাবী অনেকবার করা হয়েছে যে বিচারের আগে বিএনপির সাথে কোন আলোচনা করা হয়নি । আমি নিজে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মুখ থেকে কোন এক টক শোতে শুনেছি ।

যুদ্ধাপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড । কিন্তু মৃত্যু যেভাবেই হোক তা কোন ভাবেই উল্লাসের বিষয় নয় । ফাঁসি ও মৃত্যু নিয়ে যে ধরনের উল্লাস এর সংস্কৃতি চালু করা হোল তা আমাদের শিশুদের মনোজগতের জন্য অবশ্যই ভাল হচ্ছে না । অনেকেই আবার শিশুদের নিয়েই উল্লাস করছেন যেন এটা মুক্তিযুদ্ধের পক্ষের একটা সংস্কৃতি । মুক্তিযুদ্ধের সংস্কৃতি জল্লাদের সংস্কৃতি নয় বরং মুক্তিযুদ্ধের সংস্কৃতি প্রতিবাদী ও জাতীয়তাবাদী আন্দোলনের সংস্কৃতি , দেশ মুক্ত ও দেশ রক্ষার সংস্কৃতি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.