কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেনের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের মডেল-অভিনেতা নিরব। ছবিটি নির্মাণ হচ্ছে কলকাতা থেকে। নির্মাণ করবেন শঙ্করলাল ভট্টাচার্য। পাণ্ডুলিপিও তার। ছবির শিরোনাম 'সদরঘাট'।
এ ছবিতে আরও অভিনয় করবেন সুচিত্রা সেনের মেয়ে এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন সেন, বাংলাদেশের তারিক আনাম খান প্রমুখ। এরই মাঝে ছবির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী বছরের শুরুতে শুরু হবে শুটিং। নিরব বলেন, 'নিঃসন্দেহে এটি আমার জন্য খুব বড় একটি সুযোগ। আমার ক্যারিয়ারেরও উজ্জ্বল দিক হবে এটি।
' রাইমা সেনের বিপরীতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, 'রাইমা ভালো অভিনেত্রী। তাই অভিনয় করে ভালো লাগবে। কিন্তু এখানে একটি লোভের জায়গা আছে আমার। সেটি হচ্ছে রাইমা সুচিত্রা সেনের নাতনি। এ ছবিতে আমি সুচিত্রা সেনের মেয়ে, মানে রাইমার মা মুনমুন সেনকেও পাচ্ছি।
সবমিলিয়ে একটা ভালোলাগা কাজ করছে। '
ছবিটি প্রসঙ্গে রাইমা সেন ভারতীয় গণমাধ্যমে বলেছেন, 'শঙ্করলাল খুব ভালো লেখেন। তিনি আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত সমালোচক। খুঁজে খুঁজে ছবির খুঁত ধরেন। সুতরাং তার ছবিটি নিখুঁত হওয়ার কথা।
আমি স্ক্রিপ্ট পড়েছি। খুব ভালো লেগেছে। তাছাড়া শঙ্করলাল আমার মায়ের বন্ধু। মা-ও স্ক্রিপ্ট পড়েছে। আমরা ছবিটিতে অভিনয় করছি।
'
'সদরঘাট' ছবিটি নির্মাণ হবে সুচিত্রা সেনকে কেন্দ্র করে। ছবিতে সুচিত্রা না থেকেও থাকবেন। কারণ গল্পটার সাবজেক্ট তিনিই। গল্পে দেখা যাবে- এক বয়স্ক ভদ্রলোক [তারিক আনাম খান] সুচিত্রা সেনকে ছাড়া কিছু বোঝেন না। সবসময় সুচিত্রার ছবি দেখেন।
তার নাতি [নিরব] আসে আমেরিকা থেকে। খুব আধুনিক ছেলে। সুচিত্রা সেনকে সেকেলে মনে করেন। এরই মধ্যে ঢাকায় সুচিত্রা সেনকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন চলে। তাতে যোগ দিতে আসেন রাইমা সেন।
তার সঙ্গে পরিচয় হয় তারিক আনাম খানের। সেই সূত্রে নিরবের সঙ্গে। ধীরে ধীরে নিরবের সঙ্গে রাইমার সখ্য বাড়ে। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। সম্পর্কটা অনেকটা উত্তম-সুচিত্রার 'চাওয়া পাওয়া' ছবির গল্পের মতো হয়ে যায়।
'সদরঘাট' ছবিতে নিরব-রাইমার আবেগঘন এবং খোলামেলা তিনটি দৃশ্য রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নিরব মন্তব্য করেননি।
ছবির শুটিং হবে ঢাকা, পাবনা, দিনাজপুর, নাটোর এবং কলকাতার বিভিন্ন লোকেশনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।