আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন,নিহত ৫

মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭ জন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের দক্ষিণপ্রান্তে কেম্পস কর্নার এলাকার মঁ ব্লাঁ আবাসনে আগুন লাগে।

জানা যায়, ছাব্বিশ তলা এই ভবনের বারো তলায় প্রথম আগুন লাগে। এর পরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

ফায়ারসার্ভিসের ১৪টি ইঞ্জিন, ৭টি পানির ট্যাঙ্কার ও ৪টি অ্যাম্বুলেন্স। ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক মত কাজ করায় আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারেনি।

নিহতদের প্রত্যেকেই আবাসিক ভবনটির বাসিন্দা। তবে মৃতদের পরিচয় সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আহতদের মধ্যে ৫ জন ফায়ারসার্ভিস কর্মী।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।