আমাদের কথা খুঁজে নিন

   

Rocket Queen



এখানে বসে আজও শুনতে পাই আমি সে হাসির শব্দ খুব সাধারণ এক সরলতাই মুগ্ধ করে পাথরের নীরবতা ভেঙ্গে পরে ছিলো যার সামনে এক সময় এত কালের বুড়ো জরা-জিরণতাও ক্ষণিকের কৈশর পায় সে হাসি শীতের রোদের মত স্বচ্ছ আকাশের নীলের মত নিষ্পাপ বৃষ্টির মত স্বতঃস্ফূর্ত আর সন্ধ্যার মত ক্ষণস্হায়ী সেই হাসি বেঁচে থাকুক আপন গতিতে সুবাশ ছড়াক জীবন থেকে জীবনের মাঝে আমি আর কোন দীর্ঘশ্বাসের কারণ হতে চাই না গভীর রাতের প্রহরীর নিসঙ্গতাই না হয় হোক আমার নিয়তি প্রার্থণা আমার যেন দূষণের স্পর্ষ না পায় কালের ভাড়ে কুঁজো হয়ে না পড়ে কষ্টের ভাঁগাড়ে গম্ভীর না হয়ে যায় সেই হাসি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।