আমাদের কথা খুঁজে নিন

   

নেদারল্যান্ডসে ফুটবলার হেমন্তর মূল্যবান অভিজ্ঞতা

শনিবার বিকেলে বাফুফে ভবনে তিনি বলেন, “এটা আমার জন্য বিরাট অভিজ্ঞতা। সেজন্য আমি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ধন্যবাদ জানাই। তিনি এমন এক কোচের অধীনে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন যার প্রচেষ্টায় আমি স্বল্প সময়ে নেদারল্যান্ডসে উন্নত প্রশিক্ষণ নিতে পেরেছি। ” “স্বপ্নের মতো একটি দেশে ঘুরে এলাম। সেখানে অনেক কিছু শিখেছি।

কয়েকটি ভালো ম্যাচ খেলেছি। দুই সপ্তাহে যা শিখেছি আশা করি ভবিষ্যতে তা কাজে আসবে। ” এফসি টোয়েন্টা ক্লাবে অনুশীলন সম্পর্কে হেমন্ত বলেন, “সেখানে দুই বেলা অনুশীলন করেছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই মাঠে যেতে হয়েছে। কখনো জিম, কখনো বল নিয়ে অনুশীলন করেছি।

তবে বল নিয়েই বেশি অনুশীলন করানো হয়েছে। কারণ সেখানে সব সময় এভাবে অনুশীলন করানো হয়। ”

“এফসি টোয়েন্টা ক্লাবে এক সপ্তাহের অনুশীলনের তালিকা আগেই তৈরি করা হয়ে থাকে। তারা বলেছে, আমার ট্যাকটিক্স ভালো নয়। বাকি সব ঠিক আছে।

ট্রায়ালে বিভিন্ন দেশের ২৫ থেকে ৩০ জন অংশ নিয়েছেন। ” হেমন্তর সঙ্গে স্বদেশ নেদারল্যান্ডসে গিয়েছিলেন জাতীয় দলের সহকারী কোচ রেনে কোস্টার। তিনি বলেন, “ট্রায়ালের শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল হেমন্তর। নতুন পরিবেশ ও আবহাওয়ায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তার। ” “অনুশীলনের পাশাপাশি নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৯ ও ১৭ দলের সঙ্গে দুটি ম্যাচ খেলেছে তারা।

আমি হেমন্তর পারফরম্যান্সে খুশি। আশা করি এফসি টোয়েন্টার বাছাইয়ে সে টিকে যাবে। যদিও ক্লাব থেকে এখনো কিছু জানানো হয়নি। দুই/তিন সপ্তাহ পর জানাবে বলেছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।