আমাদের কথা খুঁজে নিন

   

নেদারল্যান্ডসে পাইরেট বে মুক্ত

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কপিরাইট আইন লঙ্ঘন বন্ধে ওয়েবসাইটটির উপর জারিকৃত নিষেধাজ্ঞা অকার্যকর প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার রায় দিয়েছে আদালত।
নেদারল্যান্ডসের আদালতের এই রায়ের কারনে এখন ৪ লাখ ইউরো ক্ষতিপূরণ গুনতে হতে পারে অ্যান্টি-পাইরেস গ্রুপ ব্রেইনকে (Brein)। পাইরেট বে নিষিদ্ধ করার দাবিতে মামলার মূল বাদী ছিল ব্রেইন। মামলায় হেরে যাওয়ায় প্রতিপক্ষের মামলার খরচ হিসেবে ওই পরিমাণ অর্থ্ গুনতে হতে পারে ব্রেইনকে।
পাইরেট বে সরাসরি কোনো কপিরাইট আইন লঙ্ঘন করে না বা তা করতে ব্যবহারকারীদের উৎসাহ যোগায় না। বরং সিনেমা, টিভি শো, গান এবং বই সহ বিভিন্ন কন্টেন্টের লিংক শেয়ারের সুযোগ দেয় যা অনেকসময়ই পাইরটেডে কনটেন্ট হয়ে থাকে।
প্রাথমিক অবস্থায় ওই লিংক সরবরাহ বন্ধে পাইরেট বে’কে বাধ্য করতে চেয়েছিল ব্রেইন। ব্যর্থ্ হয়ে সাইটটি নিষিদ্ধ করার দাবিতে মামলা করে বসে পাইরেসি বিরোধী সংগঠনটি।
নিম্নআদালতের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে সাইটটির উপর জারি করা নিষেধাজ্ঞা কার্য্কর কোনো প্রভাব ফেলছে না প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের রায় দিয়েছে আদালত।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।