পাখিদের দু’ভাগে ভাগ করা হয়। ওয়াইল্ড বার্ড (বন্য পাখি, যেমন- ময়না, টিয়া, দোয়েল ইত্যাদি); অন্যটি কেসবার্ড (খাঁচার পাখি, যেমন- ককাটেল, বাজরিগার, লাভবার্ড ইত্যাদি)। জ্ঞাতব্য, ওয়াইল্ড বার্ড বা বন্য পাখি ধরা/পালা আইনত দণ্ডনীয় অপরাধ।
জাপানীজ ক্রেস্টেড। কেউ কেউ বলে হেলিকপ্টার বাজরিগার। জাপান এই প্রজাতিটির মিউটেশন করায় ব্রীডাররা এদের জাপানী ক্রেস্টেড নামে ডাকে। বাংলাদেশে এ যাবত বাজরীগারের যত প্রজাতি এসেছে তার মধ্যে এই প্রজাতিটির দাম সবচেয়ে বেশি। জোড়া ৩০,০০০ থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত।
আসুন চিনে নেই জাপানী ক্রেস্টেড বাজরিগার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।