আমাদের কথা খুঁজে নিন

   

গাধাকে ঘোড়া বলে বেশিদিন চালানো যায়না

বিভিন্ন চ্যানেল গুলো আপডেট দিচ্ছে বি এন পি এবং ছাত্র শিবিরের জালানো পোড়ানোর ছবি দিয়ে । এবং তারা স্লোগান দিচ্ছে জলছে আগুন জলবে । ঐদিন আরেকটি টিভি নিউজে দেখলাম জামাতের কেন্দ্রীয় নেতা বলছেন আমাদের দাবি না মানলে বাংলাদেশকে অচল করে দেব কর্মসূচির মাধ্যমে । ছাত্র শিবিরের কাছে আমার প্রশ্ন হচ্ছে তারা কোথায় আগুন জালাচ্ছেন ? শেখ হাসিনার বাসায় নাকি সরকারের কোনো নেতার বাড়িতে অথবা গাড়িতে ? আমরা ভালো করেই জানি ওদের কোনো চুল_ও আপনারা ছিড়তে পারবেন না । আপনারা হয়তো কোনো গরিব রিকসাওয়ালার রিকসা এবং কোনো গরিবের সিএনজি জালিয়ে দিচ্ছেন ।

অথবা কোনো মানুষের রক্ত পানি করা টাকা দিয়ে কেনা কোনো বাস জালিয়ে দিচ্ছেন । এই হলো আপনাদের জলছে আগুন জলবে আন্দোলন । এবার আসা যাক জামায়াতের কেন্দ্রীয় নেতার বক্তব্যে , তিনি কিভাবে বললেন বাংলাদেশকে অচল করে দিবেন তারা ? বাংলাদেশকি তাদের কেনা সম্পদ নাকি ? বাংলাদেশের ১৭ কোটি মানুষকি তাদের কেনা গোলাম যে যখন খুশি তারা যা খুশি তা করবে ? একটা রাজনৈতিক দলের নেতা কি করে বলেন দেশকে অচল করে দেয়ার কথা সেটা আমার বোধগম্য নহে । যারা নিজের মুখে বলেন দেশকে অচল করে দিবেন সেই তারা কিভাবে আবার জনগনের কাছে ভোট চায় দেশের উন্নয়নের জন্য সেটাও আমার বিবেকে ধরে না । আর জনগণ কিভাবে তাদেরকে আবার ভোট দেয় সেই উত্তর_ও আমি মেলাতে পারি না ।

তাদের যারা অন্ধ সাপোর্টাররা আছেন তারা হয়তো বলবেন এটা সরকার বিরোধী আন্দোলন সেই জন্য বলতে হয়েছে , আরে ভাই মনে রাখবেন গাধাকে ঘোড়া বলে বেশিদিন চালানো যায়না আর গেলেও সেটা কত দিন চালাবেন আপনারা ? যেই আন্দোলনের ভাষা হয় দেশ অচল করে দেব এই কথার মাধ্যমে সেই আন্দোলনের অ্যাকশন কতটা ভয়াবহ হতে পারে নিজের দেশের জন্য সেটা অন্ধ জামায়াত বি এন পি সাপোর্টাররা না বুঝলেও আমরা সাধারণ জনগনরা ঠিকই বুঝি । আপনাদের ক্ষমতা থাকলে আন্দোলনের সঠিক রাস্তা নির্বাচনে অংশ নিয়ে জনগনের সমর্থন আদায়ের চেষ্টা করুন । যদি জিততে পারেন তাহলে আপনারা হবেন সফল আর যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছেন ,এবং আপনারা প্রত্যাখ্যাত হবার সম্ভাবনাই বেশি আমি মনে করছি । কারণ দেশ অচল করে দিতে চায় যারা তাদেরকে আমরা ভোট দেয়ার আগে অবশ্যই ভেবে চিনতে ভোট দেব । জামায়াত বি এন পির প্রতি আমার অনরুধ দয়া করে দেশ অচল করে দেবার রাজনীতি বন্ধ করুন ।

আমরা আর কোন বিশ্বজিতের লাশ দেখতে চাইনা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।