বলিউড বাদশা শাহরুখ খান এবার ফোর্বস ইন্ডিয়ার ভারতীয় তালিকায় শীর্ষে অবস্থান করছেন। সেরা ১০০ ভারতীয় তারকার তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন কিং খান। শাহরুখের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তৃতীয় স্থানে সালমান খান, চতুর্থ স্থানে রয়েছেন শচীন টেন্ডুলকার, পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।
তালিকায় সর্বকনিষ্ঠ সদস্য ভারতের সহঅধিনায়ক বিরাট কোহলি। সেরা দশের তালিকায় একমাত্র নারী ক্যাটরিনা কাইফ।
সেরা দশের তালিকা-
১. শাহরুখ খান
২. মহেন্দ্র সিং ধোনি
৩. সালমান খান
৪. শচীন টেন্ডুলকার
৫. অমিতাভ বচ্চন
৭. বিরাট কোহলি
৯. ক্যাটরিনা কাইফ
১০. হৃতিক রোশন
তালিকায় বেশ ধাক্কা খেয়েছেন বীরেন্দ্র শেওয়াগ, করিনা কাপুর। গত বছর কারিনার স্থান ১৩। এবছরে সেই স্থান এসে দাঁড়িয়েছে ২৩-এ। নতুন নাম হিসেবে তালিকায় এসেছেন রবীন্দ্র জাদেজা (২৮), শিখর ধাওয়ান (৩৯), কমল হাসান (৪৭), শঙ্কর-এহসান-লয় (৫২), রনবীর সিং (৬৬), প্রকাশ ঝা (৬৭), শ্রীদেবী (৭৩), নভজ্যোত্ সিং সিধু (৮১)।
গত বছর তালিকায় স্থান পেলেও এবছর বাদ পড়েছেন অজিত কুমার, অশ্বিন সংঘি, বোমান ইরানি, এষা গুপ্তা ও গগন নারাং।
১ অক্টোবর ২০১২ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত প্রিন্ট, টেলিভিশন, ইন্টারনেটে তারকাদের অর্থ পরিমান ও খ্যাতির নিরিখে তৈরি হয় এই তালিকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।