আমাদের কথা খুঁজে নিন

   

জাতিয়তাবাদি ব্লগারদের দৃস্টি আকর্ষন করছি ২। (করণীয় নিয়ে আপনাদের মুল্যবান পরামর্শ প্রয়োজন)

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল প্রথম পর্ব প্রথম পর্বে আপনাদের সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। এখন আমাদের কি করা উচিত সে ব্যাপারে মুল্যবান পরামর্শ চাইছি। প্রথমেই মাথায় রাখতে হবে যে, সামুকে এগিয়ে নিয়ে গিয়ে আরো সমৃদ্ধ করাটাই অগ্রাধিকার পাওয়া উচিত বলে আমি মনে করি। তাই এমন কিছু করা উচিত না, যা সামুর নীতিমালা লংঘনের পর্যায়ে পড়ে। কিংবা সামুর স্থিতিশীলতা নষ্ট হয় এমন পরিস্থিতি তৈরি করা।

আমার সামান্য বুদ্ধিতে যা কুলালো তার উপর ভিত্তি করে কিছু করনীয় তুলে ধরলাম। আপনাদের মুল্যবান মতামত পেলে যোগ করে দিবো। ১) যে বিষয়ই লিখুন না কেন, যথাযথ গুরুত্ব দিয়েই লিখবেন। এক্ষেত্রে একটু সময় নিয়ে লিখলে পোস্ট ভালো হয়। তাছাড়া অবশ্যই একে অন্যের পোস্টে নিয়মিত যাবেন।

উৎসাহ এবং গঠনমুলক সমালোচনা করে পোস্টদাতাকে আরো ভালো লিখবার প্রেরণা দেবেন। ২) কোন জাতিয়বাদিবাদি অন্যায় আক্রমনের শিকার হলে, ভদ্র ভাষায় প্রতিবাদ করবেন। এবং একই সাথে ট্যাগ/গালিবাজের বিরুদ্ধে রিপোর্ট করবেন। রিপোর্টে কাজ না হলে ফিডব্যাকে জানাবেন। প্রয়োজনে কর্তৃপক্ষ্যের সাথে সরাসরি যোগাযোগ করে বিষয়টি তুলে ধরা যেতে পারে।

৩) সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করতেও কার্পণ্য করবেন না। ৪) দলিয় আদর্শের অন্ধত্ব থেকে মুক্ত হয়ে বিএনপির ভালো কাজের প্রশংসা এবং মন্দ কাজের জন্যও সমালোচনা করবেন। ৫) দলিয় আদর্শমুক্ত এবং দেশের বৃহত্তর স্বার্থ সংক্লিষ্ট পোস্টগুলিতেও ব্যাপক সংখ্যায় উপস্থিত হয়ে পোস্টদাতাকে অভিনন্দন জানাবেন। ৬) বঙ্গবন্ধু, জিয়াউর রহমান ইনাদের মত দেশবরেণ্য প্রয়াত নেতাদের নিয়ে অশ্লিল কুৎসামুলক লেখায় নিন্দা জ্ঞাপনের পাশাপাশি পোস্টটি রিপোট করবেন। ৭) ব্যাক্তিগত নাম উল্লেখ ছাড়াও বিরুদ্ধবাদি বা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লেখা সম্ভব।

৮) জাতিয়তাবাদিদের নিজেদের মধ্যেকার ব্যাক্তিগত দন্দকে সমঝোতার মাধ্যমেই দূর করতে হবে। এজন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমঝোতার মানসিকতা। ৯) বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং যুদ্ধকে বিন্দুমাত্র বিতর্কিত করার প্রয়াশের বিরুদ্ধে সবার এক সাথে ঝাপিয়ে পড়তে হবে। তাছাড়া চিহ্নিত যুদ্ধপরাধীদের সাফাই গাওয়া যে কোন পোস্টে প্রতিবাদ করা সহ রিপোর্ট করতে হবে। ১০) বলিউড ডিজুস এই ধরণের অপসংস্কৃতি প্রচার প্রসার সংক্রান্ত যে কোন পোস্টে নিন্দা জ্ঞাপন করতে হবে।

এবং ঐ পোস্টদাতাকে নিরুৎসাহিত করতে হবে। ১১) দেশীয় পণ্য ব্যাবহারে উৎসাহ প্রদান করতে হবে (সৌজন্যে ব্লগার বাশ বাগান) আপনাদের আর পরামর্শ সম্মানের সাথে গ্রহন করা হবে। একদল ফ্যাসিস্ট মনবৃত্তিক ব্লগার ইতিমধ্যেই আমার প্রথম পোস্টটিকে কেন্দ্র করে সামুর পরিবেশ নষ্ট এবং জাতিয়বাদিদের উত্তেজিত করার ব্যার্থ চেস্টা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে, জাতিয়তাবাদিরা উত্তেজিত হয়ে গালাগাল করলেই, সেটা কর্তৃপক্ষ্যের নজরে এনে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন করানো। আপনাদের ধন্যবাদ যে এই নোংরা পাতানো ফাদে কেউ পা দেননি।

নতুন করে মনে করিয়ে দেবার প্রয়োজন এই যে, সামুকে ধবংসের জন্য আরেকটি ব্লগের কর্ণধাররা মুখিয়েই আছে। তাদেরই পোষা চ্যালা চামুন্ডারা মাঝে মাঝেই সামুর পরিবেশ নষ্ট করার চেস্টায় রত। দেশপ্রেমিক হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সামুকে ওই ফ্যাসিস্ট ব্লগের ষড়যন্ত্র থেকে রক্ষা করা। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভ ব্লগিং। অনেক ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।