আমাদের কথা খুঁজে নিন

   

দেখা হলো আজ এ বিজয়ে



আজ সকালে আবারো দেখা হলো তাহার সাথে। ভয় লাগে, মুখোমুখি হওয়ার! বেফাস কী বলে সে। যদি এই লেখা তার নজরে আসে, জেনে রাখুক-আমি আর তাকে আপনি বলে সম্বোধন করতে পারছি না। সে যদিও আর ভালবাসার তীব্রতায় ভাসে না; তবু দুরন্তগতিতে এগিয়ে চলছে আমার ভালবাসা। বলা যায়, একতরফা।

এই ডিসেম্বরের ৬ তারিখে আমার বাহুলগ্ন হয়ে তার তোলা ছবি আছে একটা। গতবছরের। তারপর অনেক সময় পেরিয়ে গেছে... সেবছরের মানে ২০১২ সালের নভেম্বরে (১২.১১.১২) সবশেষ শরীরের সম্পর্ক। মানসিক সম্পর্ক আত্মিক সম্পর্ক ছুটে গেছে এই তো সেদিন। আজ ধীরে ধীরে তার ভেতরে বেড়ে উঠছে নতুন স্বপ্ন; যাকে কেন্দ্র করেই বিকশিত তার সকল উচ্ছ্বাস! হয়তো এখানেো আমার অংশীদারিত্বের ছোয়া ছিল।

হয়তো ছিল না। একটা বাক্য মানুষকে কতদূরে ঠেলে দেয়-আমি ছাড়া আর কেইবা বোঝে? সোনারে তোরে এত ভালবাসতে শিখেছি কার কাছ থেকে? তুই তো শিখিয়েছিস। সবচেয়ে দ্রুতগতিতে তোর কাছেই তো আমার সব আব্দার! তোর কথাতেই তো এগিয়ে গেছি সব পাহাড় ঠেলে। কোন বাধা তো মানাতে পারেনি আমায়, তুইও তো একইভাবে এগিয়েছিলি। তোর কারণেই তো আমার আজ নীলকণ্ঠের জীবন।

তুই তো আমাকে শিখিয়েছিস কীভাবে ভালবাসতে হয়! তোমার জন্য একরাশ শুভকামনা। জানি না, এই আমাকে কখনো কোন অলস সময়ে তোমার মনে পড়ে কি না। যদি মনে নাই পড়ে তবে, আমি সেরা অভাগা! তোমাকে কখনও দুখ দিতে চাইনি, জেনেশুনে। তবুও অনেক বড় একটা যাতনা পেয়েছ এই আমার কাছ থেকে। আমি কতবার সরি বলেছি, শুনতেও চাওনি।

আর বিশ্বাস করতে পারো না আমায়? আমি তবুও পথ চেয়ে থাকি- জানি ভুল ভাংবে একদিন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.