আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ফেইক আইডি

আমি অনিক, সত্য অসত্যের মাঝে একজন ঠিকানাহীন।

সেই অদ্ভুত মুহূর্ত ...... যখন আপনার চোখের সামনেই ইকজন মেয়ে ছেলে হয়ে যায়। সপ্তাহ খানেক আগে একটা মেয়ের একাউন্ট থেকে রিকোয়েস্ট পাই নাম ছিলো মেইবি 'সুমাইয়া আরফিন‍' আমি এমন কেউ না যে মেয়েরা আমাকে রিকোয়েস্ট পাঠাবে। তাই উৎসুক হয়েই প্রফাইলে ঢুকলাম। প্রোফাইলের ডিটেইলস এমন ছিলো.. কলেজ: রাজশাহী কলেজ স্কুল: রাজশাহী পি.এন. বালিকা বিদ্যালয় জেন্ডার: ফিমেল কিছুটা অসামজস্য লাগায় ঝুলিয়ে রাখ ছিলাম।

আজ হোমপেজে থাকা অবস্থায় দেখলাম একটা নতুন নাম রিকোয়েস্টে সেইখানে যেখানে সুমাইয়া আরফিন ছিলো আজ সেখানে 'অন্তহীন অন্ধকার' এবং আজো যথেষ্ঠ কৌতুহল নিয়ৈ ঢুকলাম। আর যা দেখলাম তাতে চক্ষু ছানাবড়া বা তালের বড়া হয়ে গেল.. কলেজ: রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ স্কুল: ল্যাবরেটরী জেন্ডার: মেল প্রথম যেদিন রিকোয়স্ট পাই সেদিন মিউচুয়াল ছিলো ০৯ জন। আর এ সংখ্যা ধীরে ধীরে বাঢ়তে বাড়তে ৬১ তে ঠেকছে। তো এই ভাবে এরা জেন্ডার চেন্জ করে করে ফ্রেন্ড বাড়ায়। জেনে মজা পেলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.