সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি, জনজীবনে চরম ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সংশ্লিষ্ট সব পক্ষকে আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের কার্যকর সমাধান বের করারও অনুরোধ করেছে কমিশন। গতকাল এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সহিংসতার কারণে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে। দিনের পর দিন শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় মানুষের জীবন-জীবিকার ওপর মারাত্দক নেতিবাচক প্রভাব পড়েছে। যত দ্রুত সম্ভব একটি অর্থবহ সংলাপের মাধ্যমে এ রাজনৈতিক অচলাবস্থার সমাধান বের করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।