জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের সাভারে রানা প্লাজা ভবনধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক লিখিত বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
বান কি মুন তাঁর শোকবার্তায় বলেছেন, বাংলাদেশ সরকারের প্রয়োজন হলে জাতিসংঘ যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এদিকে সাভারে প্রাণহানির ঘটনায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেনসহ বিভিন্ন মিশনপ্রধান এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানেরাও পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন। বাসস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।