আমাদের কথা খুঁজে নিন

   

অবিক্রিত পড়ে আছে সোয়া ৩০ কোটি টাকার চিনি

উৎপাদনের নতুন লক্ষ্যমাত্রা নিয়ে আগামী শুক্রবার থেকে চলতি আখ মাড়াই মৌসুম শুরু হলেও প্রায় ৩০ কোটি ২০ লাখ টাকার চিনি অবিক্রিত রয়েছে। এমন চিত্র দেখা গেছে সেতাবগঞ্জ চিনিকলে। এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার মেট্রিক টন। যার গড় রিকোভারি ধরা হয়েছে ৭.৫০। মিল চলবে ৬৫ দিন।

এদিকে মিলের গোডাউনে গত দুই মৌসুমের উৎপাদিত ৬ হাজার ৪.০০ মেট্রিকটন চিনি মজুদ রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৩০ কোটি ২০ লাখ টাকা। এই বিপুল পরিমাণ মজুদকৃত চিনি অবিক্রিত থাকায় মিলটি চরম আর্থিক সংকটে পড়েছে। যার ফলে মিল কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের বেতনভাতা পরিশোধসহ প্রতিনিয়ত নানা সমস্যায় সন্মুখীন হচ্ছে।

উল্লেখ্য, গত মৌসুমে মিলটি ৫৯ দিনে ৬২ হাজার  ৮শ’ ৫৭ মেট্রিকটন আখ মাড়াই করে ৪ হাজার ১শ’ ৫৩ মেট্রিকটন চিনি উৎপাদন করেছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।