আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাডসেন্সে আয় বাড়ানোর সাত উপায়



গুগল অ্যাডসেন্স থেকে আয় বাড়ানোর কৌশল হলো ‘অ্যাডসেন্স অপটিমাইজেশন’। এটি করার অনেক উপায় অছে, যার মধ্যে প্রথমেই আসে হাই কস্ট পার ক্লিক (সিপিসি)। ভালো অ্যাডসেন্স ক্লক থ্রো রেট (সিটিআর) ছাড়া ভালো আয় সম্ভব নয়। তবে এ দুটির মধ্যে সিপিসিকে বেশি গুরুত্ব দিলে লাভবান হওয়া যাবে। আপনার ব্লগে প্রদর্শিত বিজ্ঞাপনে হাজারো ইম্প্রেশন থাকলেও একটি ভালো ‘সিপিসি’র ব্লগ সিটিআর থেকেও বেশি আয় এনে দেয় ।

* লেখার বিষয় আপনাকে এমন বিষয় নিয়ে লিখতে হবে, যা পাঠকের মনের খোড়াক জোগায়। তাই পাঠক ইন্টারনেটে কোন ধরনের বিষয় বেশি খোঁজে (সার্চ করে), তা লেখার আগে জেনে নিতে হবে। জানতে হবে তার সমাধানও। এতে পাঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে। সার্চ ইঞ্জিনও ভালো মানের লেখাকে (কনটেন্ট) প্রাধান্য দেয় বেশি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীদের আগ্রহ আছে, এমন বিষয় নির্বাচন করলেও ভালো ফল পাওয়া যাবে। কারণ এ দুই দেশ থেকে সার্চ হলে গুগল বেশি মূল্য দেয়। এতে আয়ের অঙ্ক বেড়ে যায়। * পেজ র‌্যাংক পেজ র‌্যাংক একটি সংখ্যা, যার মাধ্যমে বোঝা যায় ড়িৎষফ রিফব বিন-এ কী পরিমাণ তথ্য হাইপারলিংক করা আছে। একটি পেজ ইন্টারনেটে কত গুরুত্বপূর্ণ তা পেজ র‌্যাংক দ্বারা নির্ধারণ করে গুগল।

যখন একটি পেজ দ্বিতীয় একটি পেজের সঙ্গে যুক্ত হয়, তখন দ্বিতীয় পেজের সঙ্গে এর সংশ্লিষ্টতা তৈরি হয়। গুগল যে সাইটের যত লিংক ইন্টারনেটের বিভিন্ন সাইটে পাবে, তাকে তত বেশি গুরুত্ব দেবে। গুগল ১ থেকে ১০-এর মধ্যে পেজ র‌্যাংক নির্ধারণ করে। আপনার সাইটের র‌্যাংক যদি ৫ বা এর ওপরে হয়, তাহলে গুগল আপনাকে হাই সিপিসির বিজ্ঞাপন দেবে। এতে আয় স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি হতে পারে।

* অ্যাড রিভিউ সেন্টার গুগল অ্যাডসেন্সে আপনি ‘অ্যাড রিভিউ সেন্টার’ নামে একটি বিভাগ পাবেন। এখান থেকে দেখে নিতে পারেন কোন ধরনের বিজ্ঞাপন থেকে কী পরিমাণ আয় আসছে। যদি দেখেন, কোনো বিভাগ থেকে আপনার আয় কম হচ্ছে, তাহলে সেটি ব্লক (বন্ধ) করে দিতে পারেন। তবে এ ক্ষেত্রে আপনার সাইটের মূল প্রতিপাদ্য ব্লক করা ঠিক নয়। যেমন- আপনার সাইটের বিষয় যদি ‘টেকনোলজি’ হয়, তাহলে ‘ডেটিং’, ‘পলিটিক্স’, ‘রিলেজিয়ন’ ইত্যাদি বিভাগ ব্লক করতে পারেন।

এতে আপনার সাইটের সিপিসি ও অ্যাডসেন্স আয় বাড়বে। * কম্পিটিটিভ অ্যাড ফিল্টার অ্যাড রিভিউ সেন্টারের মতো গুগল অ্যাডসেন্সে ‘কম্পিটিটিভ অ্যাড ফিল্টার’ নামে আরেকটি বিভাগ রয়েছে। কোনো বিজ্ঞাপন আপনার সাইটের ‘প্রতিদ্বন্দ্বী’ মনে হলে তা এই ‘কম্পিটিটিভ অ্যাড ফিল্টার’-এর মাধ্যমে ব্লক করা যাবে। অর্থাৎ আপনার সাইটের বিষয় যদি ‘টেকনোলজি’ হয় এবং একই বিষয়ে যদি অন্য সাইট আপনার এখানে বিজ্ঞাপন প্রদর্শন করে তা বন্ধ করা যাবে। এ ক্ষেত্রে আপনি কোনো ডোমেইনের একটি নির্দিষ্ট পেজ ব্লক করতে পারবেন।

এভাবেও আপনার সিপিসি বাড়াতে পারেন। * অ্যাড প্লেসমেন্ট ওয়েবসাইটে কোন জায়গায় বিজ্ঞাপন বসাবেন সেটি জরুরি বিষয়। কারণ বিজ্ঞাপনের লোকেশনের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অ্যাডসেন্সের আয় নির্ভর করে। প্রশ্ন আসতে পারে, কোথায় বিজ্ঞাপন বসালে সর্বোচ্চ সিপিসি পাওয়া যায়। উত্তর হচ্ছে, আপনার ব্লগ পোস্টের মধ্যে একটি ও পোস্টের বাইরে একটি বিজ্ঞাপন বসান।

এ ক্ষেত্রে পোস্টের টাইটেলের ঠিক নিচে ৩৩৬ বাই ২৮০ পিক্সেলের বিজ্ঞাপন বসাতে পারেন। আরেকটি ৪৩০ বাই ৬০ পিক্সেলের বিজ্ঞাপন পোস্টের ভেতরে বসান। যদি এরও বেশি বিজ্ঞাপন বসাতে চান, তাহলে ব্লগের ডানপাশের সাইডবারে একটি বিজ্ঞাপন বসাতে পারেন। তবে মনে রাখতে হবে, বেশি বিজ্ঞাপনে পাঠক বিরক্ত হতে পারেন। তাই সাইটের বিষয়-সংশ্লিষ্ট ও সীমিতসংখ্যক বিজ্ঞাপন বসানোই ভলো।

* দেশ সিপিসি বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি কাজ করে তা হলো স্থান বা দেশ। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র থেকে কোনো বিজ্ঞাপনে এক ক্লিকে ২ ডলার দিলেও বাংলাদেশ থেকে একই বিজ্ঞাপনে ক্লিকের জন্য ২০ থেকে ৩০ সেন্ট পরিশোধ করে গুগল। এ পরিস্থিতিতে আপনাকে মূলত ইংরেজি ভাষাভাষী দেশের ব্যবহারকারীদের ‘টার্গেট’ করতে হবে। এটা আপনার ওয়েবসাইটের পেইজ র‌্যাংক বাড়ানোর ক্ষেত্রেও কাজে আসবে। * প্ল্যাটফর্ম আপনার ব্লগটি ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ডিভাইসে পড়া হতে পারে।

যদিও এই প্ল্যাটফর্মের ওপর অ্যাডসেন্সের সিপিসি ততটা প্রভাবিত হয় না, তবে আপনাকে সবচেয়ে বেশি ভিজিটর আছে- এমন প্ল্যাটফর্মকে টার্গেট করতে হবে। সাধারণত ডেস্কটপ ও ল্যাপটপ থেকেই ওয়েবসাইটে বেশি ভিজিটর আসে। তার পরও অন্য প্ল্যাটফর্মের দিকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন, তাহলে ডাব্লিউপি টাচের মতো বিভিন্ন প্লাগ-ইন ব্যবহার করতে পারেন। এগুলো আপনার ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি করে তুলবে।

ফলে মোবাইল স্ক্রিনের অ্যাডও প্রদর্শন করাতে পারবেন। অনেক প্রতিষ্ঠান মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্য করেও ‘অ্যাড ওয়ার্ড’ বিজ্ঞাপন দিয়ে থাকে। এতে পরোক্ষভাবে আপনার অ্যাডসেন্স আয় বাড়বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।