প্রতিনিয়ত স্মার্টফোন বাজারে আসছে নতুন নতুন সব স্মার্টফোন। সময়ের সাথে সাথে যেমন উন্নত হচ্ছে স্মার্টফোন ঠিক তেমনি উন্নত হচ্ছে স্মার্টফোনের ক্যামেরা। আগে কোথাও যেতে হলে ডিজিটাল ক্যামেরা সাথে নেয়ার কথা ভাবতে হত। কিন্তু এখন আর ডিজিটাল ক্যামেরার কথা ভাবতে হয় না। ছবি তোলার জন্য পকেটে থাকা স্মার্টফোনই যথেষ্ট।
কিন্তু ফটো তোলার পর সেই ফটোর সৌন্দর্য আরো কয়েক গুন বেড়ে যায় যখন তাতে যোগ করা হয় বিভিন্ন ফটো ইফেক্ট। আর ফটোতে ইফেক্ট দিতে হলে আপনার স্মার্টফোনে থাকতে হবে ভাল একটি ফটো এডিটিং অ্যাপ। তাই অ্যান্ড্রয়েডের বেস্ট কিছু ফটো এডিটিং অ্যাপ নিয়েই আমার আজকের পোস্ট…
Cymera
সর্বপ্রথম যে অ্যাপ টির কথা বলবো সেটি হল Cymera. পোরট্রেট ফটো তোলার জন্য একটি দারুন অ্যাপ হল Cymera। এই অ্যাপে ছবিকে সুন্দর করে তোলার জন্য আপনি সবই পাবেন। নানা রকম ফিল্টার ও বিউটি ইফেক্ট সাথে থাকছে ফেস ডিটেকশান টেকনলজি! আরো আছে দারুন সব কোলাজ।
৭ টি ক্যামেরা লেন্স যাতে DSLR এর দুধের স্বাদ ঘোলেই মিটাতে পারেন।
Some App features:
Requires Android- 2.2 and up
Download:Cymera – Camera & Photo Editor
Play Store Link: Cymera – Camera & Photo Editor
ফটো এডিটিং এর জন্য আন্যরকম একটি অ্যাপ হল Snapseed: The Experienced। যা দিয়ে খুব দ্রুতই কোন ছবিকে দিতে পারেন ভিন্ন রকম মাত্রা। এক ট্যাপেই এডজাস্ট করে নিতে পারেন যত কারেকশান। সহজেই ছবিতে ফ্রেম যুক্ত করুন।
ছবি ক্রপ করা আর রিসাইজ এখন আরো নিখুত আর সহজ হবে এই এপের সাহায্যে। Snapseed মূলত এর ফিল্টার ইফেক্ট গুলোর জন্যই সুপরিচিত। এতে রয়েছে বিভিন্ন ফিল্টার ইফেক্ট যেমন -Retrolux, Vintage, Tilt Shift, Grunge এবং Drama. তাছাড়া Snapseed এর মাধ্যমে আপনি সহজেই আপনার ফটো গুগল প্লাসে শেয়ার করতে পারবেন। তো আর দেরি কেন ? এখনই ডাউনলোড করে নিন।
Some App features:
Requires Android- 4.0 and up
Download: Snapseed
Play Store Link: Snapseed
Aviary Photo Editor
এবার আসছি Aviary ফটো এডিটরের কথায়।
Aviary তে আপনি আপনার ফটো এডিটিং এর জন্য পাবেন সকল প্রয়োজনীয় ইফেক্ট। এই অ্যাপে রয়েছে rotating, cropping, correcting, and auto-enhancing ফাংশন যা আপনাকে ফটো এডিটিং এর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। এছাড়া Aviary তে আরো আছে tilt-shift, text input, cosmetic corrections ফাংশন। সবচেয়ে মজার কথা হল Aviary তে আপনি Meme জেনারেট করতে পারবেন।
Some App Features:
Requires Android- 2.3 and up
Download link: Aviary Photo Editor
Play Store link: Aviary Photo Editor
Picsart সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই।
প্লে স্টোরে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ গুলোর মধ্যে Picsart অন্যতম। ফটো এডিটিং ইফেক্ট থেকে শুরু করে ক্যামেরা অ্যাপ, ড্রয়িং টুল, সোশ্যাল প্লাটফর্ম সবই রয়েছে এতে। এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজেই আপনার ফটো ফেসবুক, টুঁইটার এবং ইন্সটাগ্রামে শেয়ার করতে পারবেন।
Some APP Fetures:
Download Link: Picsart-Photo studio
Play Store Link:PicsArt – Photo Studio
Pixlr Express
Pixlr হল একটি ফ্রী ফটো এডিটিং অ্যাপ। Pixlr এর সাহায্যে আপনি খুব সহজে ফটো crop, re-size, এবং fix করতে পারবেন।
এছাড়া Pixlr এ রয়েছে red-eye, এবং teeth whiten ইফেক্ট। আপনার তোলা ফটো কে আরো সুন্দর করে তুলতে Pixlr এ রয়েছে প্রায় ৬০০ এর বেশি effects, overlay এবং border.
Some App Features:
Requires Android- 2.2 and up
Download link: Pixlr Express
Play Store link: Pixlr Express
Vignette সম্পূর্ণভাবে একটি ফটো এডিটিং অ্যাপ নয়। কিন্তু এতে রয়েছে ডিজিটাল জুম সমৃদ্ধ ক্যামেরা অ্যাপ এবং সেলফ টাইমার অপশন। এই অ্যাপ টির মূল আকর্ষণ হল এর vintage ক্যামেরা ইফেক্ট, যার মাধ্যমে আপনি আপনার তোলা ফটোতে Lomo, Diana, Holga, অথবা Polaroid লুক দিতে পারবেন। এছাড়া এতে রয়েছে double exposure সেটিং এবং photo-machine মোড।
তবে এই অ্যাপে ফটো রোটেট করার বা ক্রপ করার কোন অপশন নেই।
Some App Features:
Requires Android- 1.5 and up
Download link: Vignette
Play Store link: Vignette
ফটো এডিটিং এর জন্য আরেকটি অ্যাপ যার কথা না বললেই নয় সেটি হল Adobe Photoshop Touch. Adobe Photoshop Touch (Phone) নিয়ে আগে একটি পোস্ট করেছি সাইটে। তাই এখানে আর কিছু লিখলাম না। ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন আমাদের আগের পোস্ট টি-
পোস্ট লিংকঃ Adobe Photoshop Touch (Phone)
পোস্ট টি নেয়া হয়েছে বিডি ড্রয়েড থেকে তাই ডাউনলোড এর জন্যে তাদের সাইট এর লিংকআপ করা হয়েছে ক্রেডিট দেয়ার জন্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।