স্মার্টফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য এবার চালু হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজ। মাইক্রোসফটের অফিস ৩৬৫ হোম প্রিমিয়াম ও প্রো প্লাস সংস্করণ ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এর আগে মাইক্রোসফট উইন্ডোজ ফোনের পাশাপাশি অ্যাপলের আইওএস-চালিত আইফোনের জন্যও অফিস প্যাকেজ ব্যবহারের সুবিধা চালু করে। এ সুবিধা চালুর ফলে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন ব্যবহারকারীরা বিনা মূল্যে মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারবেন। অফিস মোবাইল অ্যান্ড্রয়েড সংস্করণে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহার করা যাবে।
মাইক্রোসফটের একজন মুখপাত্র জানান, মূলত কম্পিউটারে মাইক্রোসফট অফিস ব্যবহার করে পরবর্তী সময়ে যাতে স্মার্টফোন কিংবা ট্যাবলেটেও সে কাজগুলো দেখা যায় এবং প্রয়োজনীয় কাজ করা যায়, সে জন্যই মাইক্রোসফট অফিসের মোবাইল সংস্করণ চালু হয়েছে।
অফিস ৩৬৫ সংস্করণ স্কাইড্রাইভ ওয়েব সেবা ব্যবহার করে, যার ফলে ডেস্কটপ বা মোবাইলে করা কাজগুলো স্কাইড্রাইভে জমা হয় এবং যন্ত্রগুলোতেই তা স্বয়ংক্রিয়ভাবে সিঙ্কক্রোনাইজ হয়ে যায়। উইন্ডোজ ফোনে মাইক্রোসফট অফিসের এ সুবিধা চালুর পর আইওএসের জন্যও মাইক্রোসফট অফিস মোবাইল সংস্করণ চালু করা হয়। অফিস মোবাইল সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.০ বা পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। http://goo.gl/qkrYtz ঠিকানার ওয়েবসাইট থেকে অফিস ৩৬৫ সংস্করণ নামানো যাবে।
—ডেইলি মেইল ও অফিস ব্লগ অবলম্বনে কাজী আলম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।