রেস্তোরাঁর দাবি অনুসারে এটাই বাংলাদেশের সর্বপ্রথম হটডগ খাওয়ার প্রতিযোগিতা। নাম ছিল ‘জর্জ’স ক্যাফে’স হট ডগ ইটিং কন্টেস্ট’।
খাদ্যরসিক, দর্শক আর উৎসুক প্রতিযোগীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয় প্রতিযোগীতা। নিয়ম অনুযায়ী ২০ মিনিটে যে প্রতিযোগী সবচেয়ে বেশি হটডগ খেতে পারবেন তিনিই হবেন বিজয়ী।
৫ রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, বিজয়ী হন কাইসার আহমেদ।
যিনি একাই সাবাড় করে ফেলেন ২০টি হটডগ। পুরস্কার হিসেবে জর্জ’স ক্যাফের পক্ষ থেকে পেয়ে যান ১ বছরের জন্য বিনামূল্যে হটডগ খাওয়ার সুযোগ।
প্রথম আয়োজনে দর্শক ও প্রতিযোগীদের এত উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত দেখে প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে এই ক্যাফে।
‘জর্জ’স ক্যাফে’ একটি নিউইয়র্ক-স্টাইল ক্যাফে। যেখানে পরিবেশন করা হয় বিভিন্ন রকমের কফি, স্ন্যাক্স এবং বেকারির খাবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।