আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ
কোন এক সৌখিন সম্রাট নাকি
বিলিয়ে দিতে চেয়েছিল অর্ধেক সম্রাজ্য
প্রিয় নারীর কপোলের কালো তিলে
শুধু একটি চুমুর বিনিময়ে,
আমি তো সম্রাট নই প্রিয়তমা
সম্রাজ্য নেই, ছিলো ও না কোন কালে ,
অথচ তোমার আছে কালো তিল
কপোলের 'পরে কালো হিরের মত উজ্জল,
ভ্রমর হয়ে উড়ে এসে জুড়ে বসে
মিশে যায় আমার চোখের মণিতে ;
সম্রাজ্য নেই বলে প্রিয়া
একটি চুমু কি পারবো না খেতে
প্রেমের ছলে কোন কালে
কপোলের ঐ কালো তিলে?
আমার সম্রাজ্য আমার হৃদয়
রক্তের সরোবরে ফুটা
একটি লাল পদ্ম,
এই নাও প্রিয়া -তোমায় দিলাম;
বিনিময়ে শুধু
একটি চুমু খেত দিও ওগো
কপোলের ঐ কালো তিলে ,
তিলের নীলে নীল হয়ে
একবার ওগো
তৃপ্ত করিও মোরে
একটি মধুর চুম্বনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।