আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষের জন্য ১৪ জন মেয়ের সঙ্গে আজীবন বিবাহ হারাম,দেখা দেওয়া জায়েজ।

"অতি বাড় বেড়োনা, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়োনা, ছাগলে মুরাবে"

আমাদের ইসলাম ধর্মের নিয় অনুসারে আমরা ১৪ জন মেয়েকে কখনো নিজের জীবন সঙ্গিনী হিসেবে নিতে পারবো না। যারা এখনো সঠিক ভাবে জানেন না যে কারা সেই ১৪ জন। তাদের জন্যই আজকে আমার এই পোষ্ট লেখা। আশা করি এই পোষ্ট পড়ে আপনারা সঠিক ভাবে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। ১/ মা, ২/ পিতার মা-দাদী, ৩/মাতার মা-নানী, ৪/স্ত্রী মা-শাশুড়ি, ৫/দুধ মা, ৬/বোন, ৭/দুধ বোন, ৮/পিতার বোন-ফুফী, ৯/মাতার বোন-খালা, ১০/বেটি, ১১/ভায়ের বেটি-ভাইজী, ১২/বোনের বেটি-ভাগিনী, উক্ত তিন বেটির ১৩/নাতনী, ১৪/পুতিনী। আশা করছি যারা এতদিন সম্পূর্ণ পরিস্কার ছিলেন না এই সম্পর্কে, আজ হতে তারা সহ আমরা সকলেই এই সম্পর্কে পরিস্কার হতে সক্ষম হয়েছি। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।