আমাদের কথা খুঁজে নিন

   

REST IN PEACE খালেদ খান



“ছিঃ ছিঃ ছিঃ, তোরা এত খারাপ !!” ডায়ালগটা এখনো কানে বাজে। ‘রূপনগর’ নাটকের বিখ্যাত ডায়ালগ। খুব ছোট ছিলাম আমি তখন, ৫ বছর বয়স, কেজিতে পড়তাম। নাটকের প্রথম পর্বটা আমি দেখিনি। পরের দিন স্কুলে গিয়ে দেখলাম ছেলেমেয়েরা সবাই একজন আরেকজনকে বলছে, “ছিঃ ছিঃ ছিঃ, তুমি এত খারাপ!!” পরে জানলাম আসল ঘটনা।

ওই বয়সে আমরা টিভিতে নাটক তেমন না দেখলেও এই নাটকটা মিস করতাম না। নাটকে খল চরিত্রের খালেদ খানের নাম ছিল হেলাল। একটা ঘটনা এখনো মনে পড়লে হাসি পায়ঃ আমার এক দূর সম্পর্কের চাচার নাম হেলাল। আমি তখন যে কোন মানুষের নাম ইংরেজিতে বানান করে বলে দিতে পারতাম। হেলাল চাচার বাড়িতে বেড়াতে যাওয়ার পর আমার বাবা-মা আমাকে ওনার নাম বানান করে বলতে বললে আমি তাদেরকে বলি, “আমি মাস্তানদের নাম বানান করি না (শিশুমনে ‘রূপনগর’ নাটক দেখার ইফেক্ট)।

” সেই খালেদ খান আজ মারা গেলেন [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]; দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে মিডিয়া থেকে দূরে থাকার কারণে এখনকার অনেকেই তাঁকে চেনেন না। কিন্তু বাংলা নাটকের কিংবদন্তিতুল্য এই অভিনেতা আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল। REST IN PEACE খালেদ খান।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।