মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।
একটু হাত পাতো আমার হাতে, কি বুঝলে?
- হারিয়েছো কিছু,
চোখ রাখো আমার চোখে, কি দেখলে?
- কষ্ট,
ভোর হারানো পাখির নামটি জানো?
- তুমি,
আজ তোমার কি আছে আর আমার কি নেই?
- সব,
তবে কি জানো আমাকে ভোলা সহজ হবে না
- কেন?
যে কপালে আরেকজনের সিঁদুর লেপেছো,
ঐ জমিটাই কোনকালে বায়না ছিলো আমার
- যাচ্ছে তাই, রাবিশ
ভাগ্যিস 'গালি'টা আজো আমার আছে
ওটায় কেউ ভাগ বসাতে পারেনি
[ রা।দে।স। ১৯.১২.২০১৩ ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।