নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার শিমুলতলী ও বাগবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত লেগুনা যাত্রীর নাম তাহমিনা (২৫)। তিনি আড়াইহাজার উপজেলার রসুলপুর এলাকার তাইজউদ্দিন মিয়ার স্ত্রী।
দুর্ঘটনায় আহত ৪ জনকে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।