পুনের ইয়ারওয়াড়া জেল থেকে শনিবার প্যারোলে ছাড়া পেলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। স্ত্রীর অসুস্থতার কারণে তাঁর ৩০ দিনের প্যারোল মঞ্জুর করেছে পুনে পুলিশ। প্যারোলে ঘরে ফেরার অনুমতি পেলেও তা শর্তসাপেক্ষ। এই সময় সপ্তাহে অন্তত দু’বার থানায় রিপোর্ট করতে হবে ‘মুন্নাভাই’কে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের বম্বে বিস্ফোরণ-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় সঞ্জয় দত্তের বিরুদ্ধে ছ’বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
গত ১০ মে সুপ্রিম কোর্ট তাঁর শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে।
সঞ্জয় দত্তর প্যারোল নিয়ে ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে। স্ত্রী মান্যতার অসুস্থতার জন্য সঞ্জয় দত্তকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। অথচ আগামী এক মাসে একাধিক সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মান্যাতার। আর ঠিক একারণেই মুন্নাভাইয়ের প্যারোল মঞ্জুরের যৌক্তিকতা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।