© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
ফাকিস্তান আজকে অস্ট্রেলিয়াকে হারানোয় গ্রুপ এ'র শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্য নিজামী, মুজাহিদ,সাঈদী আর সাকা সহ সকল রাজাকার, আল বদর, আল শামস তথা সকল যুদ্ধাপরাধী শিবিরে বইছে আনন্দের বন্যা। কারন এ গ্রুপের শীর্ষ দল হওয়ায় তারা যে খেলবে এই বাংলাদেশেই। এ যেন ঈদের চাঁদ হাতে পাওয়া।
ইতোমধ্যেই তারা ঐ দিন তথা ২৩শে মার্চ ভিআইপি গ্যালারীতে বসে খেলা দেখবার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই মহামান্য রাষ্ট্রপতির কাছে ভক্তবৃন্দের আকুল আবেদন, ঐ খুশীর দিনে তাদের একদিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক।
তবে নিজামী বলেছেন, গোলাম আযম পাশে বসলে গ্যালারীতে বসে খেলা দেখতেও তার আপত্তি নেই। তবে সমস্যা একটাই। গোলাম আযম এই মাত্র আমাদের অফিসে ফোন করে বলেছেন, ২৩শে মার্চের বদলে খেলাটি ২৫শে মার্চ কালরাত্রিতে না হলে উনি খেলা স্টেডিয়ামে দেখবেন না, বরং পিটিভি তেই দেখবেন।
তবে মুজাহিদ আমাদের আ্শ্বস্ত করে বলেছেন, বাংলাদেশ না উঠলে আন্তর্জাতিক চাপের কারনে সকল সিদ্ধান্ত তাদের অনুকূলে চলে আসবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।