কোরিয়া গত বছরের চেয়ে এই বছর বিদেশী শ্রমিকের কোটা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেয়। মন্ত্রণালয় জানিয়েছে ম্যানুফ্যাকচারিং, ফার্মিং, ফিশারিং এবং কনস্ট্রাকশনে বিদেশি শ্রমিকের চাহিদা ক্রমেই বাড়ছে। ৬২ হাজার শ্রমিকের মধ্যে ৫২ হাজার ইপিএসের অধীনে বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে নিয়োগ দেওয়া হবে। অন্য ১০ হাজার বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে যাদের মেয়াদ এই বছরেই শেষ হচ্ছে তাদের মধ্য থেকে নেওয়া হবে। তবে এক্ষেত্রে এসব শ্রমিকদেরকে অবশ্যই আগের কর্মস্থলে দক্ষতার সাথে কাজ করেছেন এমন রেকর্ড থাকতে হবে। বিস্তারিত দেখুন বাংলা টেলিগ্রাফ এ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।