আমাদের কথা খুঁজে নিন

   

সুয়ারেসের নৈপুণ্যে লিভারপুলের আরেকটি জয়

টানা চতুর্থ জয়ের সুবাদে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের শীর্ষে। একটি করে ম্যাচ কম খেলা আর্সেনাল ও চেলসির সংগ্রহ যথাক্রমে ৩৫ ও ৩৩ পয়েন্ট। গত এপ্রিলে চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড়ানোর অপরাধে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সুয়ারেস। শাস্তি কাটিয়ে ২৯ সেপ্টেম্বর ফেরেন সান্ডারল্যান্ডের বিপক্ষে। জোড়া গোল করে প্রত্যাবর্তন ম্যাচ রাঙিয়েও রাখেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

ফেরার পর থেকেই দারুণ ছন্দে সুয়ারেস। ১২ ম্যাচে ১৯ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার আসন ধরে রেখেছেন তিনি। ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো। সুয়ারেসকে ছাড়া লিগের প্রথম পাঁচ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেছিল লিভারপুল। আর তিনি ফেরার পর ১২ ম্যাচে করেছে ৩৭ গোল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে কার্ডিফ সিটির বিপক্ষেও লিভারপুলের জয়ের নায়ক ২৬ বছর বয়সী সুয়ারেস। ২৫ মিনিটে ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের দারুণ এক ক্রস থেকে ভলি করে দলকে এগিয়ে দেন তিনি। ৪২ মিনিটে জ্যামাইকান মিডফিল্ডার রহিম স্টার্লিংয়ের গোলের রুপকার সুয়ারেস। হেন্ডারসনের লম্বা পাস ধরে, অনেকখানি দৌড়ে স্টার্লিংকে বল দেন তিনি। তা থেকেই গোল।

তিন মিনিট পর সুয়ারেসের দ্বিতীয় গোলটির জন্মও হেন্ডারসনের পাস থেকে। বল পেয়ে, ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেয়া তার জোরালো শট ৩-০ গোলে এগিয়ে দেয় লিভারপুলকে। ৫৮ মিনিটে কার্ডিফ সিটির সান্ত্বনাসূচক গোলদাতা ইংলিশ মিডফিল্ডার জর্ডন মাচ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।