আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনের সাবেক প্রধানমন্ত্রী অ্যাদলফো সুয়ারেসের মৃত্যু

স্পেনীয় গণতন্ত্রের অগ্রদূত, জনপ্রিয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী অ্যাদলফো সুয়ারেজ গঞ্জালেস (৮১) গতকাল রবিবার স্পেনের মাদ্রিদে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়েস ছিলবছর। স্পেনের রাষ্ট্রপরিচালিত টেলিভিশন গণমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।

অ্যাদলফো দীর্ঘকাল ধরে স্মৃতিবিধ্বংসী আলঝেইমারস রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

স্পেনের একনায়কখ্যাত ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর (শাসনকাল: ১৯৩৯-১৯৭৫) মৃত্যুর পর ভীষণ অরাজক সময়ে শাসনভার গ্রহণ করে দেশটিতে গণতন্ত্র ও নাগরিক অধিকার সমুন্নীত করেন অ্যাদোলফো সুয়ারেজ।

১৯৭৫ সালে একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর রাজা জুয়ান কার্লোস; তরুণ অ্যাদলফো সুয়ারেজকে প্রধানমন্ত্রীত্বে বসান। ১৯৩৬-১৯৩৯ এ স্পেনে চলমান গৃহযুদ্ধের রেশ তখনও টিকিয়ে রেখে স্পেন যখন একরকম দ্বিবিভাজিত অবস্থায় ছিল তখন প্রধানমন্ত্রীত্বের ভার গ্রহণ করেন অ্যাদলফো।

তিনি দ্বিবিভাজিত স্পেনের ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সে সময়ে উত্থাপিত সামরিক অভ্যুত্থানের চক্রান্ত নস্যাৎ করে দেন। একইসঙ্গে ফ্রাঙ্কোর একনায়কত্ব চলাকালে বিতাড়িত হাজার হাজার বামপন্থী নেতাকে তিনি স্পেনে ফিরিয়ে আনেন।

১৯৭৫ সালের ৩ জুলাই থেকে ১৯৮১ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।

এ সময়ে এবং পরবর্তীতে তিনি স্পেনে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.