আমাদের কথা খুঁজে নিন

   

দূরপাল্লার বাস ছাড়তে বিআরটিসিকে নির্দেশ

রোববার বিআরটিএ সদরদপ্তরে দূরপাল্লার যান চলাচল নিয়ে পরিবহন মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন পক্ষের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, “বিআরটিসিকে বলা হয়েছে, আজ, এই মুহূর্তে দূরপাল্লার বাসগুলো চালাতে হবে। ”
নৌমন্ত্রী শাজাহান খানও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিআরটিসির চেয়ারম্যান জসীমউদ্দিন আহমেদ বৈঠকে বলেন, “আমরা ঢাকার মধ্যে গাড়ি চালাচ্ছি। দূরপাল্লার গাড়ি চালানোর বিষয়ে বিকালে বৈঠক করে সিদ্ধান্ত নেব
এ পর্যায়ে দৃশ্যত ক্ষুব্ধ যোগাযোগমন্ত্রী বলেন, “বিআরটিসি সরকারি সম্পত্তি।

একে জনগণের স্বার্থে কাজে লাগতে হবে। প্রাইভেট গাড়ি চলবে আর বিআরটিসি ঘরে বসে থাকবে- তা হবে না।
হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান বৈঠকে বলেন, গত দুই দিন ধরে মহাসড়কে কিছু দূর পাল্লার যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।


পুরো বিষয়টি তদারক করতে একটি ‘মনিটরিং সেল’ করা হয়েছে বলেও জানান তিনি।
ফাইল ছবি বৈঠকের পর বিআরটিসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনই হাইওয়ের ডিআইজির সঙ্গে বসছি। সন্ধ্যার মধ্যেই দূরপাল্লার গাড়ি ছাড়ব। ”
ফাইল ছবি
নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চালিয়ে আসছে বিরোধী দলীয় জোট।
বৈঠকে জানানো হয়, অবরোধের মধ্যে বিআরটিসির ১৫৩টি গাড়ি ভাংচুর হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে ৩৯টি গাড়িতে।


এই পরিস্থিতিতে নৌ মন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজহান খান গত বুধবার অচল মহাসড়ক সচলের ঘোষণা দেন। তিনি বলেন, দূরপাল্লার যান চালাতে গিয়ে বাস চালক ও সহকারী ক্ষতিগ্রস্ত হলে এবং যানবাহনের ক্ষতি হলে সে অনুসারে ক্ষতিপূরণ দেয়া হবে।
মন্ত্রীর এই ঘোষণার পর মহাসড়কগুলোর নিরাপত্তা জোরদার করা হয়। শনিবার অবরোধের মধ্যেও পুলিশি পাহারায় ঢাকার কাছকাছি বিভিন্ন গন্তব্যের বাস ছাড়ে মহাখালী বাস টার্মিনাল থেকে। মালিক-শ্রমিকরা জানান, যাত্রী না পাওয়ায় তারা দূরের গন্তব্যের বাস খুব একটা ছাড়ছেন না।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.