সরকারি প্রতিষ্ঠান হয়েও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন অবরোধে দূরপাল্লার বাস বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার তিনি বিআরটিএ সদরদপ্তরে দূরপাল্লার যান চলাচল নিয়ে পরিবহন মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন পক্ষের সঙ্গে এক বৈঠকে গাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন।
যোগাযোগমন্ত্রী বলেন, বিআরটিসিকে বলা হয়েছে, আজ এই মুহূর্তে দূরপাল্লার বাসগুলো চালাতে হবে। নৌমন্ত্রী শাজাহান খানও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।