I'm the king in the reign of fire
মিশরের নতুন সংবিধানের প্রচারণা ব্যানারে ‘ইজিপশিয়ান’ শব্দের বানানে ভুল করা আর স্থানীয়দের পরিবর্তে বিদেশিদের ছবি থাকার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির সেনা কর্তৃপক্।
Click This Link
বেসরকারি মেগা এফএমের একজন উপস্থাপক খালেদ আলিশ এই ব্যানারের সমালোচনা করে বলেছেন, “যদি এই ব্যানারটি মিশরকে উপস্থাপন করত, তাহলে তা খুবই ভালো হতো। কিন্তু তা হয়নি। বরং সেখানে যেসব ছবি রয়েছে তার একজন কানাডিয়ান, একজন আমেরিকান, আর একজন আইরিশ নারী।”
খালিদ আলিশ বলেছেন, “মিশরের আশি শতাংশ নারী স্কার্ফ পরে আর বেশিরভাগ পুরুষ দাড়ি রাখে। ব্যানারে অবশ্যই মিশরের জনগণের ছবি থাকা উচিত ছিল।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।