আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ফুটবল ২০১০ ব্যানার ডিজাইনে ব্লগার বন্ধুদের অংশগ্রহণ: ব্লগারদের তৈরি ব্যানার থেকে সেরা ব্যানার নির্বাচন করুন

নোটিশবোর্ড

প্রিয় ব্লগার, আসছে ১১'ই জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্ট ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১০। এই বিশ্বকাপ ফুটবলের আকর্ষণীয় ব্যানার তৈরিতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে সামহোয়‍্যার ইন...ব্লগের জন‍্য ব্যানার ডিজাইন এর আমন্ত্রণ জানিয়েছিলাম নোটিশবোর্ডের পূর্ববর্তী একটি পোস্টে। আমাদের আহবানে সাড়া দিয়ে গত কয়েকদিনে অনেক ব্লগার বন্ধু দৃষ্টিনন্দন সব ব্যানার সাবমিট করেছেন। প্রাপ্ত ব্যানারগুলো দেখে ব্লগাররা রেটিং এর মাধ্যমে সবচেয়ে আকর্ষণীয় ব্যানার নির্বাচন করবেন। ব্যানারগুলো দেখতে এবং রেটিং এর মাধ্যমে বিজয়ী নির্বাচন করতে ভিজিট করুন বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষ্যে খোলা বিশেষ গ্রুপ ব্লগ বিশ্বকাপ ফুটবল ২০১০ ।

এই গ্রুপে ব্লগারদের তৈরি প্রতিটি ব‍্যানার আলাদাভাবে পোস্ট আকারে দেয়া আছে। এই ব্যানারগুলো দেখে আপনার পছন্দের ব‍্যানার/ব‍্যানারগুলোতে প্লাস রেটিং দিন। ব্লগারদের রেটিং এর ভিত্তিতে সবেচেয়ে আকর্ষণীয় সর্বোচ্চ ১২টি ব্যানার বাছাই করা হবে। সর্বোচ্চ প্লাস রেটিং প্রাপ্ত ব‍্যানার থেকে বিজয়ী ব‍্যানার নির্বাচন করা হবে। বিজয়ী ব্যানারটি ব্যবহার করা হবে ব্লগের মূল পাতায় এবং বাকি রানার আপ ব্যানারগুলো পর্যায়ক্রমে দেখানো হবে বিশ্বকাপ ফুটবল ২০১০ গ্রুপ ব্লগে।

ব্লগার'রা শুধুমাত্র কোন ব্যানার কত বেশি আকর্ষণীয় আর দৃষ্টিনন্দন তা দেখেই ভোট দেবেন। ভোটিং এ স্বজনপ্রীতি এড়ানোর জন্য আমরা আপাতত ব্যানারের সাথে তার ডিজাইনার ব্লগারের নাম উল্লেখ করছি না। শুধুমাত্র অনলাইন ভোটের মাধ্যমেই ব্যানার নির্বাচিত হবে এবং ৮ই জুন ভোটিং শুরু হয়ে শেষ হবে ১০'ই জুন সকাল ৮'ঘটিকায়। আপনাদের আনন্দঘন অংশগ্রহণের জন্য আবারো অভিনন্দন। শুভ ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.