আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাশেজের মাঝপথে সোয়ানের অবসর

অ্যাশেজের মাঝপথেই সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান। প্রথম তিন টেস্ট অস্ট্রেলিয়ার কাছে হেরে অ্যাশেজ হারানোর পর ইংল্যান্ডের অফস্পিনারের অবসরের এই ঘোষণা এল।

সিরিজের প্রথম তিন টেস্টে ৩৪ বছর বয়সী স্পিনারের শিকার মাত্র ৭টি। দলে জায়গা নিয়ে প্রশ্নের মুখে পড়া সোয়ান অস্ট্রেলিয়া সফরের পরের ম্যাচগুলোতে আর খেলবেন না।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন তিনি।

আজ রবিবার মেলবোর্নে সোয়ান বলেন,'সাত বছর ধরে ইংল্যান্ড দল ছিল আমার পরিবারের মতো, তাই সিদ্ধান্ত নেয়া ছিল ভীষণ কঠিন। তবে আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক।'

উল্লেখ্য, ইংল্যান্ডের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক সোয়ান ৬০ টেস্টে নিয়েছেন ২৫৫ উইকেট। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।