আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ জানাই সকল অনিয়মের
বুখারি শরিফের হাদিসে বর্নত:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে চারটি দোষ থাকবে সে মুনাফিক,আর যার মধ্যে এর কোনো একটি দোষ থাকবে সেও মুনাফিক । ১.যখন কথা বলে তখন মিথ্যা বলে ।
২.তার কাছে আমানত রাখলে খিয়ানত করে ।
৩.কোনো ওয়াদা করলে ভংগ করে ।
৪.কারও সংগে ঝগড়ায় জড়িয়ে পড়লে সীমা লঙ্ঘন করে।
অঈীকার বা ওয়াদা পালন মানুষের অন্যতম সৎগুন হিসেবে বিবেচিত।ইসলামে ওয়দা পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।আল্লাহ আমাদের সবাইকে ওয়াদা পালনের তওফিক দান করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।