আমাদের কথা খুঁজে নিন

   

জামাতি ইসলাম এবং দাওয়াতে ইসলাম ।



গতকাল অনেক দিন পরে শাকিল ভাইয়ের সাথে দেখা হল । মানুষের পরিবর্তন হয় জানি কিন্তু এতটা পরিবর্তন হতে পারে তা শাকিল ভাইকে না দেখলে বুঝা যায় না । আমার ছোট বেলায় এলাকায় যে কয়জন ফ্যাশন সচেতন , স্টাইল করা বড় ভাই ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি , কিন্তু সব কিছু বাদ দিয়ে গত ছয় বৎসর ধরে তিনি দাওয়াতে ইসলামের পথে নিজেকে সমর্পণ করেছেন , এখন তিনি পাঞ্জাবী , টুপি , দাঁড়ি রেখে চলা বদলে যাওয়া এক মানুষ । আমি : আসসালামুয়ালিকুম ভাইয়া অনেক দিন পরে দেখা , কেমন আছেন ? শাকিল ভাই : আলহামদুলিল্লাহ । তুমি কেমন আছ ? কি করছ এখন ? আমি : ভাল আছি ।

মাস্টার্স শেষ করলাম চাকরির চেষ্টা করছি । শাকিল ভাই : লেখাপড়াত শেষ করলা এখন আল্লাহের রাস্তায় একটু সময় দাও। পারলে তিনদিনের জন্যে হলেও তাবলীগে আসো । আমি : ঠিক আছে ভাই দেশের পরিস্থিতি ঠিক হলে যাবো , এখন বাসায় নামাজ আদায় করি । শাকিল ভাই : খুব ভাল লাগলো তুমি নামাজ পড় শুনে , একটা কথা মনে রাখবা মানুষ কে ইসলামের দাওয়াত দেওয়াটা খুব জরুরী এইটা আমাদের দায়িত্ব , আর ইসলামের চর্চা নেই বলেই দেশের এই অবস্থা ।

আর একটা কথা মনে রাখবা প্রকৃত ইসলামের দাওয়াত যারা দেয় তারা কখনও ক্ষমতার পিছনে ছুটে না । আমি : ভাই আপনার কথাটা খুবি সত্যি ,জামাত শিবিরত ইসলামের কথা বলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে তাদের কথা কি বলবেন ? শাকিল ভাই : শোন ,ক্ষমতা হল খুবি নগন্য একটি বিষয় ,খলিফারা কেউ ক্ষমতা চেয়ে নেননি , ইয়াজিদ ছিল ক্ষমতা লোভী সে ক্ষমতার জন্যে ইমাম হোসেন রঃ কে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে । কুকুর যেমন খাবারের পিছনে ছুটে ঠিক একইভাবে ইয়াজিদের মত ইসলামের নাম ব্যাবহার করে জামাত শিবিরও ক্ষমতার পিছনে ছুটছে, এরা ইসলাম নয় ইয়াজেদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই । এদের লা ইলাহা পর্যন্ত ঠিক আছে কিন্তু মোঃ রাসুলুল্লাহ বলাতে বিপত্তি । ইসলামের অনেক কিছু জামাতিরা নিজেদের মত করে ব্যাখ্যা দেয় যা প্রকৃত পক্ষে শিরক , আর আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরক কারিকে ক্ষমা করেবেন না ।

আমি : জামাত শিবির যুদ্ধাপরাধীদের সংগঠন এদের জন্যে আমাদের ইসলামের ক্ষতি হচ্ছে । শাকিল ভাই : জামাতিরা বলে তাবলীগ যারা করে তারা নাকি ইসলাম প্রেমী না , ইসলামের প্রতি ভালবাসা থাকলে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পড়েও তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে পারত না। আসলে জামাতিরা অনেক মানুষকে ইসলামের কথা বলে তাদের রাজনৈতিক কাজে লাগাচ্ছে । আমি : ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগল । দাওয়াতে ইসলামের কাজে যাওয়ার ইচ্ছা আছে সময় করে আপনাকে জানাবো ।

ভালো থাকবেন । শাকিল ভাই: তোমার সাথে দেখা হওয়াতে আমিও অনেক খুশী হলাম , তুমি দাওয়াতের কাজে আসলে আরও ভাল লাগবে । ভালো থেকো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।