আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩ সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত মালিক যারা, সেই জনগণের কেউ নিজেকে দেশের মালিক দাবী করলে তাকে বলা হতো 'পাগল'।

fb.com/naminrng জাতীয়তাবাদ গণতন্ত্র জয়যুক্ত হোক

অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধরা খেলেন ‘দেশের মালিক’ দাবিদার এক ব্যক্তি। গতকাল দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে তাকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেনের বৈঠক চলছিল। বৈঠক চলাকালে চেক শার্ট পরা, মুখে দাড়িওয়ালা এক মধ্যবয়সী ব্যক্তি মন্ত্রীর কক্ষের সামনে আসে। নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ব্যক্তিটি অর্থমন্ত্রীর রুমের দরজা ঠেলে ভেতরে উঁকি দেয়।

এরপর ভেতরে বৈঠক চলতে দেখে বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ফের ভেতরে উঁকি দিয়ে হাত দিয়ে ইশারা করে অর্থমন্ত্রীকে ডাকতে থাকে। এ সময় বৈঠক থেকে উঠে এসে অর্থমন্ত্রী সজোরে ধমক দিয়ে ‘ইউ স্টুপিড, গেট লস্ট’ বলে নিজেই আবার দরজা আটকে দেন। ততক্ষণে লোকটি চিৎকার, চেঁচামেচি শুরু করে। এমন অবস্থায় নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন লোকটিকে তাৎক্ষণিক আটক করে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব তানভীর বাশারের রুমে নিয়ে যায়।

পরে সচিবালয়ের এডিসি মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতনরা এসে তাকে ধরে নিয়ে যায়। সাংবাদিকদের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে লোকটি জানায়, ‘আমি দেশের মালিক। আমি সাধারণ কেউ নই। ’ সচিবালয়ে প্রবেশ সম্পর্কে জানতে চাইলে বলে, ‘পাস লাগে না। আমি মন্ত্রীর কাছে এসেছি মেশিন নিতে।

দেশের মালিকের মেশিনটি অর্থমন্ত্রীর কাছে। সেটি নিতে এসেছি!’ বাড়ি কোথায় জানতে চাইলে একবার বলে কিশোরগঞ্জ, আরেকবার বলেন কুমিল্লা। পরে সন্দেহজনক ওই লোকটিকে সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি চলছিল। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা জানান, বিষয়টিকে হালকাভাবে দেখলে চলবে না।

সুতরাং ২০১৩ সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত মালিক যারা, সেই জনগণের কেউ নিজেকে দেশের মালিক দাবী করলে তাকে বলা হত পাগল। এ জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদের দরকার রয়েছে। যারা দাবী করতো হরতালকারীরা নাড়াচাড়া করে ৮ তালা বিল্ডিং ফেলে দিছে, তাদের বলা হতো মন্ত্রী !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.