আমাদের কথা খুঁজে নিন

   

ফক্সকন কারখানায় তৈরি হবে ব্ল্যাকবেরি

বিশ্বের প্রথম স্মার্টফোন নির্মাতা বলে পরিচিত ব্ল্যাকবেরি শেষ পর্যন্ত সম্ভবত অ্যাপলের পথেই হাঁটবেন। প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে সম্প্রতি ব্ল্যাকবেরি এবং তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন টেকনলিজি গ্রুপ পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। নতুন চুক্তিতে ব্ল্যাকবেরির নতুন ফোনগুলো তৈরি হবে তাইওয়ানের ফক্সকন কারখানায়।

এদিকে ব্ল্যাকবেরির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,'দুটি প্রতিষ্ঠান সংযুক্তভাবে প্রথমেই নতুন স্মার্টফোন নির্মানের লক্ষ্যে কাজ করবে।'

ভিন্ন দুটি প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল এবং বিবিসি জানিয়েছে, শুক্রবার ব্ল্যাকবেরির ঘোষিত তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির চারশ’ ৪০ কোটি ডলার ক্ষতি হয়েছে এবং ব্ল্যাকবেরি জানিয়েছে, তাদের নতুন স্মার্টফোনগুলো বলা যায় বিক্রিই হচ্ছে না।

আর ব্ল্যাকবেরির জন্য আশার কথা হলো নতুন ঘোষণার সঙ্গে সঙ্গেই বেড়ে গেছে প্রতিষ্ঠানটির শেয়ার দর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।