আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্যাকবেরি তৈরি হবে ফক্সকন কারখানায়

‘দুটি প্রতিষ্ঠান সংযুক্তভাবে প্রথমেই নতুন স্মার্টফোন নির্মানের লক্ষ্যে কাজ করবে। ’-বলা হয়েছে ব্ল্যাকবেরির এক প্রেস বিজ্ঞপ্তিতে।
ভিন্ন দুটি প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল এবং বিবিসি জানিয়েছে, শুক্রবার ব্ল্যাকবেরির ঘোষিত তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির চারশ’ ৪০ কোটি ডলার ক্ষতি হয়েছে এবং ব্ল্যাকবেরি জানিয়েছে, তাদের নতুন স্মার্টফোনগুলো বলা যায় বিক্রিই হচ্ছে না।
ব্ল্যাকবেরির জন্য আশার কথা- নতুন ঘোষণার সঙ্গে সঙ্গেই বেড়ে গেছে প্রতিষ্ঠানটির শেয়ার দর।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি মাত্র ১১ লাখ নতুন ফোন বিক্রি করতে পেরেছে।

এক সময়ে শীর্ষস্থানে থাকা ব্ল্যাকবেরির এমন ভগ্নদশায় প্রতিষ্ঠানটি বিক্রি করার জন্যও চেষ্টা করা হয়েছিল। এ অবস্থায় শুক্রবার প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জন শেন বিনিয়োগকারীদের জানান, ব্ল্যাকবেরির হার্ডওয়্যার ব্যবসাকে তিনি ফক্সকনের হাতে দেওয়ার পরিকল্পনা করছেন এবং আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির নতুন এন্টারপ্রাইস সফটওয়্যার যা ৩০ হাজার প্রতিষ্ঠানে পরীক্ষা করা হয়েছে তা আগামী বছর থেকে মুনাফা বৃদ্ধি করবে।

এখন ফক্সকনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে ব্ল্যাকবেরি ‘আইকনিক ডিজাইন, ওয়ার্ল্ড ক্লাস সিকিউরিটি, সফটওয়্যার ডেভলপমেন্ট এবং এন্টারপ্রাইস মোবাইল ম্যানেজমেন্টে আরো ভালভাবে নজর দিতে পারবে। আর ফক্সকনের দ্রুত বেড়ে ওঠা বাজার এবং দক্ষতা প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতায় সাফল্য অর্জনে সাহায্য করবে। ’- জানিয়েছেন শেন।


তবে শেনের পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক বিশ্লেষণকারী ও টেকবোদ্ধা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.