আমাদের কথা খুঁজে নিন

   

মনদরিয়ার পানসি ~ (০৩)________♥ ♥

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি । । অফিসের জানালা দিয়ে আকাশ দেখা যায়……মেঘলা আকাশ……cloudy sKy…… মেঘলা আকাশ অভিমানী খুকির মত…যেন বকা খেয়ে মুখ ভার…কাঁদবে কি কাঁদবে না টাইপ মুখভঙ্গি... এসময় ওদের খুব কিউট লাগে...আকাশটাকেও কিউট লাগছে……cute sKy……হা হা হা… আকাশ আজ কাঁদবে কিনা বুঝে উঠতে পারছি না… অনুমান করতে পারি…কিন্তু, পারতপক্ষে আমার অনুমান সত্যি হয় না… অনুমানে আমি খুব কাঁচা…কাঁচা আমের মত… কাঁচা আমের সাথে লবণ মরিচ যায় ভালো…আমার সাথে কি ভালো যায় জানি না…কেননা বাবার মতে আমি বড়োই অখাদ্য………tOtallY uneatable……… হা হা হা…………: আগের লেখা। তবে ব্লগে প্রথমবার পোস্টাইলাম। ।

। । সা। ত। কা।

হ। ন। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.