আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি । । গতকাল ভরপুর জোছনা ছিল বাইরে…চাঁদটা দেখলাম কাল অসময়ে…
চাঁদ দেখার একটা আলাদা সময় আছে…পরিবেশ আছে…চাঁদ দেখতে হয় হাঁটতে হাঁটতে…মধ্যরাতে...
আকাশের কালো ছায়া মাড়িয়ে চাঁদটা হেসে ওঠে পরিপূর্ণতায়…
এসময় চা খাওয়ার একটা আলাদা মজা আছে…বেশি চিনি দেয়া শরবত ক্যাটাগরি চা…আবার পুরো কাপ হলেও হবে না…আধা কাপ…সবকিছু পরিপূর্ণ হতে নেই…কিছু অপরিপূর্ণতা একটা আকাঙ্খা রেখে দেয়…
ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে ভালো হত…রবীন্দ্র মার্কা না…বরং বিসমিল্লাহ্ খানের সানাই কিংবা মোৎসার্ট হলে ভালো…
কাল সে পরিবেশ ছিল না…কাল চাঁদ দেখেছি অসময়ে…
তবু কেন যেন ভালো লাগল…চাঁদ পরিবেশ বোঝেনা…সময় বোঝেনা…সে তার রূপালি আলো বিলিয়ে চলে নির্বিকার…
কারণ, চাঁদ মহাপুরুষ প্রকৃতির…মহাপুরুষদের আবেগ-আসক্তি থাকে না…
আমি অতিমাত্রায় আবেগী…তাই আমি মহাপুরুষ না………হা হা হা……
। । সা।
ত। কা। হ। ন। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।