দুই ফাইনালিস্টের জন্য বরাদ্ধ হয়েছে অর্থ। চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা এবং রানার্সআপ ১০ লাখ টাকা। কোনো অর্থ পাবে না বাকি দুই দল। তাই আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক ও ইউসিবি-বিসিবি একাদশের ক্রিকেটাররা মরিয়া ফাইনাল খেলতে। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালরা যে কতটা মরিয়া, পরিষ্কার হয়েছে আম্বার বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডেই।
চার দল এর মধ্যেই খেলেছে দুটি করে ম্যাচ এবং স্বাদও নিয়েছে হারজিতের। একদিনের বিশ্রাম শেষে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আজ আবার শুরু হচ্ছে তৃতীয় রাউন্ড। দুপুর সাড়ে ১২টায় খেলবে পয়েন্ট তালিকার দুই শীর্ষ দল মুশফিকের আবাহনী ও সাকিবের প্রাইম ব্যাংক এবং সাড়ে চারটায় মুখোমুখি হবে তামিমের ইউসিবি-বিসিবি একাদশ ও মাশরাফির মোহামেডান।
টানা দুই রাউন্ড হওয়ার পর গতকাল ফিকশ্চারে ছিল বিশ্রাম। বিশ্রাম থাকলেও চার দল ব্যস্ত সময় পার করেছে।
মোহামেডান ও ইউসিবি-বিসিবি একাদশ ব্যাট-বলের অনুশীলন করেছে। আর মুশফিক ও সাকিবের দল সময় কাটিয়েছে স্থানীয় এক জিমন্যাসিয়ামে। সকাল ৯টায় অনুশীলন করে মাশরাফির নেতৃত্বে মোহামেডান। প্রায় তিন ঘণ্টা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছে। বিকাল ৩টায় অনুশীলন করেছেন ইউসিবি-বিসিবি একাদশ।
প্রথম রাউন্ডের খেলায় আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছিল ইউসিবি-বিসিবি একাদশ। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় আবাহনী। ৭৭ রানে হারায় চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে। বিসিবি একাদশ প্রথম ম্যাচ জিতলেও প্রাইম ব্যাংকের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। হেরেছে ৭ উইকেটে।
প্রাইম ব্যাংক প্রথমটি হারলেও দ্বিতীয়টি জিতেছে বড় ব্যবধানে। প্রাইমের অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব টুর্নামেন্ট জিততে চাইছেন, 'আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। যদিও কঠিন লড়াই হবে বলেই মনে করি। তারপরও আমাদের সামর্থ্য রয়েছে শিরোপা জেতার। ' টি-২০ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মূলত টি-২০ বিশ্বকাপের প্রাক প্রস্তুতি হিসেবে।
এই টুর্নামেন্টটা সহায়ক হবে বলেই মনে করেন তিনি, 'এই টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করে নিতে পারবেন। এটা ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ। ' ভারত থাকায় প্রাইমের পক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেননি সাকিব। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। কিন্তু ব্যাট হাতে ২৫ বলে করেন ৩৩ রান।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এই প্রথম খেলছেন। মাঠের উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আউট ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। অবশ্য সিলেটের দর্শকদের ভূয়সী প্রশংসা করেছেন, 'সিলেটের দর্শকেরা ক্রিকেটপ্রেমী। দর্শক মাঠে থাকলে খেলার আবেদনই অন্যরকম। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।