নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভোটারদের মাঝে ভীতি সঞ্চারের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়েশা ফেরদৌস থাতিয়া থানায় সাধারণ ডায়েরিটি দায়ের করেন, যার নম্বর ৮৪৪।
ডায়েরিতে আয়েশা ফেরদৌস অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী মঙ্গলবার হেলিকপ্টারযোগে হাতিয়ার নিঝুম দ্বীপ, উপজেলা সদরের দ্বীপ উন্নয়ন সংস্থা ও চানন্দী ইউনিয়নের বয়ার চরে গিয়ে জনগণকে দলীয় প্রার্থীর প্রতীক নৌকার বিপক্ষে এবং স্বতন্ত্র প্রার্থীর হরিণ প্রতীকের পক্ষে ভোটে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একই সময় প্রশাসনকে নিয়ন্ত্রণের ঘোষণা দেন। ডায়েরিতে একরামুল করিমের বিরুদ্ধে 'নৌকা ডুবাও, হরিণ বাঁচাও' শ্লোগানে ভোটারদেরকে উদ্বুদ্ধ ও চাপ প্রয়োগে ভীতি সঞ্চারের অভিযোগ করেন আয়েশা ফেরদৌস।
এ বিষয়ে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন জানান, এমপি একরাম চৌধুরী বলেছেন, বনওজলদসু্যদের সঙ্গে যারা জড়িত তাদেরকে ভোট দিবেন না। তিনি এলজিডির সচিবসহ হাতিয়ার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে হেলিকপ্টারে এসে ও হাতিয়ার উন্নয়ন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে দলীয় নেতাকর্মীদের জানান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে ডাধারণ ডায়েরি নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম সংসদ সদস্য চৌধুরী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কোন প্রকার নির্বাচনী প্রচারনায় অংশ নিতে নয়; বরং সরকারি কাজে নিঝুম দ্বীপ ও বয়ার চরে আমার যাওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।