জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। প্রতিদিন তোমার ছবি একে যাই, রংতুলির আঁচরে মনে মনে, আঁকতে গিয়ে কোথাও থামি না, ফুটিয়ে তুলতে তোমার ছবিটা সাদা ক্যানভাসেরংতুলির, এক আঁচরেই একে যাই তোমাকে তুলিতে, দ্বিতীয়বার রঙ না মেখে, যদি রঙ লাগাতে গিয়ে থেবড়ে যায় তোমার মুখচ্ছবিটা কোথাও, কিংবা তোমাকে ভাবতে গিয়ে যদি ছেদ পড়ে যায় কোথাও, আমার ভাবনায়তুলিতে রঙ লাগাতে গিয়ে নতুন করে দাগ পড়ে যেতে পারে, মনের ক্যানভাসেতাইতো এক রঙ এ একে যাচ্ছি তোমার ছবিটা, এক মনের ভাবনায় সাদা ক্যানভাসে দাড়ি কমা ছাড়া একটানা লিখে যাচ্ছি তোমাকে, ভালোবাসার কথা কবিতার ভাষায়সেই কতদিন ধরে লিখছি তোমায়, এখন আর আমার মনে পড়ে না তবুও, প্রতিদিন তোমাকে ভালোবেসে লিখে চলি কবিতামালা দাড়ি কমা ছাড়া প্রতিদিন একটি কিংবা দুটি পংত্তি হলেও কোনদিন বাদ পড়ে না, কোথাও থামি না কখনো বিরতি দেই না তোমার কথা লিখতে গিয়ে, যতিচিহ্ন দিয়ে তোমাকে থমকে দেই না, ভালোবাসার কবিতা আঁকতে গিয়ে আমার মনে বড্ড ভয় হয়, লেখার দাড়ি বা কমা দিতে গিয়ে তোমাকে আঁকতে কবিতায়, যদি হঠাৎ থমকে যেতে হয় কিংবা তাতে যদি কোথাও নিবের একটা ডট পড়ে যায়, যদি কলমের নিবের পাশে জমে যাওয়া কালি থেবড়ে গিয়ে যতিচিহ্ন পড়ে যায়, কিংবা কবিতার সুর কেটে যায় কোথাও, কিংবা তুমি পড়তে গিয়ে যদি থমকে যাও যাদি থেবড়ে যাওয়া কালিতে, আমার ভালোবাসার সুরও কেটে যায় কোথাওকিংবা একভাবায় তুমি কবিতা হয়ে ফুটে উঠবে না আমার লেখায়, কিংবা তুলিতে রঙ মাখাতে গিয়ে ছেদ পড়ে কল্পনার খাতায়, তবে তো একটানে তোমার ছবি আঁকা হবে না আমার, ভাবনায় তাইতো আমি এক আঁচরে তোমার ছবি, একে যাই এক রংতুলির ঘসায়, কিংবা দাড়ি কমা বিহীন কবিতায়, ভালোবাসার কথা বলে যাই এক বসায়, যতিচিহ্ন তুমি দিয়ে রেখেছ আমাদের ভালোবাসায়, তবুও আমি পথ চেয়ে থাকি আজো তোমার আশায়, তোমার ছবি একে যাই প্রতিদিন রংতুলির আঁচরের কল্পনায়, তোমাকে একটি করে কবিতা লিখে যাই প্রতিদিন অনেক অনেক ভালোবাসায়.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।