জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে পুতুলনাচের রাজা আখ্যা দিয়েছেন নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ। তিনি বলেন, এরশাদ যখন যেমন ইচ্ছা তেমনই করেন। চাইলে কাউকে বহিষ্কার করেন, আবার কাউকে বড় পদেও বসিয়ে দেন। আবার নাকি গলফ খেলতেও যান। উনি (এরশাদ) যদি আটকই হয়ে থাকেন, তাহলে সিএমএইচে বসে এসব করেন কী করে? গতকাল বিকালে বনানীর একটি হোটেলে প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকের আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। কাজী জাফর বলেন, আমি এই পুতুলনাচের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে ছেড়ে চলে আসছি। খালেদা জিয়ার ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্র্যাসির সঙ্গে একাত্দতা ঘোষণা করে সেই আন্দোলনে যোগ দেওয়ার কথা জানান তিনি।
- নিজস্ব প্রতিবেদক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।