আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে এক শব্দের ইউজারনেম দিন খুব সহজে…

আসসালামুআলাইকুম অনেকদিন ধরে টিটিতে কিছু লিখব ভাবছিলাম কিন্তু আমি বেশি কিছু জানিনা আর আমি যা জানি অন্যেরা সকলেই তা জানে ৷ তাই নতুন কিছু নিয়ে পোষ্ট করছি ৷ তবে যারা জানেননা তাদের জন্য ৷ ফেসবুকে একশব্দের ইউজারনেম থাকবে ব্যাপারটা দেখতে একটু অনকমন ৷
এটা করতে হলে আপনাকে প্রথমে মজিলা থেকে সাধারন ভাবে লগইন করতে হবে ৷ লগইন হলে ব্রাউজারের Option>Advanced>settings এ গিয়ে Manual Proxy Configuration সিলেক্ট করতে হবে ৷ এবার ঘর গুলাতে Proxy ও Port দিয়ে Ok করে দিতে হবে ৷ Proxy দেখতে http://www.proxynova.com/proxy-server-list/country-id/ লিংক দেখুন ৷ এখান থেকে যে কোনো একটা Proxy ও Port কপি করে ব্রাউজারে বসিয়ে ওকে করে দিন ৷ নিচে দেখুন ৷ এবার ফেসবুকের Acount Setting এ গিয়ে Language Bahasa Indonesia তে পরির্বতন করে Save change দিন ৷ এবার আসল কাজ ৷ Nama তে ক্লিক করুন Depan এ আপনার ইচ্ছা মত নাম দিয়ে Tengah ও Belakang মিশে দিন ৷ এরপর Kata Sandi এ আপনার পাসওয়ার্ড দিয়ে Simpan Perubahan এ ক্লিক দিন পুনরায় Language change করতে Bahasa থেকে English Us দিয়ে Simpan Perubahan এ ক্লিক দিন ব্যাস কাজ শেষ ৷ এবার Proxy Option এ Use System Proxy settings ক্লিক করে দিন৷ ব্যাস এবার ভাব নেন পুরা ৷
সর্তকতা: Proxy set করার পূর্বে লগইন করুন ও নাম চেন্জ করার পর অবশ্যই Proxy Settings এ Use System Proxy settings করে দিবেন
আমি এটা মজিলাতে করছি তাই অন্য ব্রাউজারে হবে কিনা জানি না

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.